‘পাথিরানার বেড়ে ওঠায় ধোনির ভূমিকা থাকলেও সে শ্রীলঙ্কার প্রোডাক্ট’

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ধোনি বিদায় নিলে আইপিএলই ক্ষতিগ্রস্থ হবে: গেইল
১৮ ঘন্টা আগে
আইপিএলের সবশেষ আসরে দুর্দান্ত ইয়র্কারের সঙ্গে গোছানো লাইন লেংথ এবং ডেথ ওভারে প্রতিপক্ষের ব্যাটারদের নাভিশ্বাস তুলেছেন মাথিশা পাথিরানা। এরপর জাতীয় দলেও নিয়মিত খেলছেন তিনি। আছেন দুর্দান্ত ছন্দে। তার গড়ে উঠায় মহেন্দ্র সিং ধোনি এবং চেন্নাই সুপার কিংসের ভূমিকা থাকলেও সে শ্রীলঙ্কারই প্রোডাক্ট, এমনটাই দাবি লঙ্কান সহকারী কোচ নাভিদ নেওয়াজের।
আগামী মঙ্গলবার এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা মুখোমুখি হবে ভারতের। সেই ম্যাচকে সামনে রেখে আজ সংবাদ সম্মেলনে আসেন লঙ্কান সহকারী কোচ নাভিদ। সেখানে তরুণ বোলার পাথিরানাকে নিয়ে কথা বলেন তিনি। পাথিরানার বেড়ে ওঠার পেছনে শ্রীলঙ্কার অবদানের দিকেও ইঙ্গিত দেন তিনি।

২০২০ সালে সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব- ১৯ বিশ্বকাপে ক্রিকেটে আবির্ভাব হয় পাথিরানার। লাসিথ মালিঙ্গার সঙ্গে বোলিং অ্যাকশনের মিল থাকায় বেশ আলোড়ন সৃষ্টি করেছিলেন তরুণ এই পেসার। ছিলেন ধোনির নজরে এবং তার পছন্দেই পরবর্তীতে চেন্নাইয়ের দলে ভেড়ানো হয় তাকে। তবে তার বেড়ে উঠায় ধোনির ভূমিকা থাকলেও সে শ্রীলঙ্কার 'প্রোডাক্ট' এমনটাই জানিয়েছেন লঙ্কান কোচ।
সংবাদ সম্মেলনে নাভিদ বলেন, 'এমএস ধোনি এবং চেন্নাই তার বেড়ে উঠায় ভূমিকা রাখতে পারে, কিন্তু পাথিরানা শ্রীলঙ্কার প্রোডাক্ট। তিনি আমাদের জন্য দুটি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলেছেন। তাকে আমরা অল্প বয়স থেকেই চিনি। সে শ্রীলঙ্কার ডেভেলপমেন্ট প্রোগ্রামেও ছিল।'
ধোনির পরামর্শে আইপিএলের সবশেষ আসরে দুর্দান্ত ছিলেন পাথিরানা। নিয়েছিলেন ১৯ উইকেট। চলমান এশিয়া কাপেও আছেন ছন্দে তিন ম্যাচে এখন পর্যন্ত নিয়েছেন ৮ উইকেট। এর আগে নিজের বেড়ে উঠার পিছনে ধোনির অবদানের কথা স্বীকার করে সাবেক ভারতীয় অধিনায়কের প্রশংসা করেছিলেন এই লঙ্কান পেসার।
পাথিরানা বলেছিলেন, 'যুবক হিসেবে আপনাকে যদি কেউ আত্মবিশ্বাস দেয় তাহলে এটা আপনার ক্যারিয়ারকে এগিয়ে দেয়। এই পর্যায়ের একজন (ধোনি) আমার উপর যখন বিশ্বাস দেখিয়েছে তখন আমি বিশ্বাস করতে শুরু করেছি যে এই মুহূর্তে আমি যেকোনো কিছু করতে পারি।'