promotional_ad

কলম্বোর ক্যাসিনোতে গিয়ে বিপাকে দুই পিসিবি কর্মকর্তা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বিশ্বকাপ বাছাই পর্বে ব্যাটারদের দিকে তাকিয়ে জ্যোতি

১৮ ঘন্টা আগে
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে জ্যোতি

এশিয়া কাপে চলছে সুপার ফোরের লড়াই। যেখানে বৃষ্টি বাঁধায় রিজার্ভ ডেতে খেলতে নামবে ভারত-পাকিস্তান। এদিকে পাকিস্তানের মিডিয়া ম্যানেজার উমর ফারুক কালসন এবং তাদের আন্তর্জাতিক দলের জেনারেল ম্যানেজার আদনান আলী ধরা পড়লেন কলম্বোর ক্যাসিনোতে সময় কাটানোর সময়। তাদের দাবি ডিনার করতেই সেখানে গেছেন তারা।


এশিয়া কাপের আয়োজক এবার পাকিস্তান, ফলে বেশ ব্যস্ততার মধ্যেই আছেন তারা। বিশেষ করে টুর্নামেন্টটি যখন দুই দেশে অনুষ্ঠিত হচ্ছে, পাকিস্তানের কর্মকর্তাদের ব্যস্ততাও বেড়েছে। পাকিস্তান বোর্ডের (পিসিবি) একটি সূত্র জানায় তাদের বেশ কয়েকজন কর্মকর্তাকে কলম্বো এবং লাহোরে যাতায়াত করতে হয়েছে। যার মধ্যে কয়েকজন কর্মকর্তা কলম্বোতেই অবস্থান করছিলেন।


তাদের মধ্যে পিসিবির এই দুজন কর্মকর্তা সময় কাটিয়েছেন ক্যাসিনোতে। সেখানেই ক্যামেরা বন্ধী হয়েছেন তারা। এরপর থেকেই শুরু হয় সমালোচনার ঝড়। পাকিস্তানের বেশ কিছু টেলিভিশনের শিরোনাম হওয়ার পর মুখ খোলেন এই কর্মকর্তারা। জানান ডিনার করার উদ্দেশ্যেই সেখানে তাদের যাওয়া।



promotional_ad

অবশ্য এমন কারণ দর্শানোর পরও সমালোচনার ঝড় থামাতে পারেনি তারা। বরং আরও সমালোচনার মুখে পড়েন। পাকিস্তানের ক্রিকেট সাংবাদিক ওমাইর আলাভি তাদের খোঁচা দিয়ে বলেন, 'ক্যাসিনোতে কে খাবার খেতে যায়। জুয়ার জয়েন্টে খাবারের জন্য কে যায়। তারা কাদের বোকা বানানোর চেষ্টা করছে।'


আরো পড়ুন

এশিয়া কাপ সেপ্টেম্বরে, ভারত-পাকিস্তান লড়াই দেখা যেতে পারে ৩ বার

২৭ ফেব্রুয়ারি ২৫
বিরাট কোহলি ও হারিস রউফের আলিঙ্গন, আইসিসি

এমন কাণ্ডে আইসিসির দুর্নীতি দমন ইউনিটের নজরে থাকতে পারেন এই দুই কর্মকর্তা। কারণ আইসিসির আচরণবিধি অনুসারে তাদের নিষিদ্ধ জায়গাগুলির মধ্যে একটি হলো ক্যাসিনো। আইসিসি এই বিষয়ে কোনো বৃবিতি না দিলেও আলাভি মনে করেন পিসিবির শাস্তির মুখে পড়তে পারেন এই কর্মকর্তারা।


আলাভি আরও বলেন, 'ক্যাসিনো একটি জুয়া খেলার জায়গা এবং পিসিবি কর্মকর্তাদের সেখানে যাওয়া উচিত হয়নি। তাদের কর্মকাণ্ডের কারণে, তারা পাকিস্তানে ফিরার পর জবাবদিহিতার মুখে পড়তে পারেন। এমনকি ফিরে এসে কঠোর শাস্তির মুখেও পড়তে পারেন তারা।'


অবশ্য টুর্নামেন্ট চলাকালীন পিসিবি কর্মকর্তার ক্যাসিনোতে যাওয়া এটাই প্রথম নয়। ২০১৫ সালের বিশ্বকাপের সময় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের একটি ক্যাসিনোতে নিজের স্ত্রী সঙ্গে দেখা যায় তৎকালীন দলের ম্যানেজার এবং প্রধান নির্বাচক মঈন খানকে। সেবার একই ভবে ডিনারের কারণ দর্শান তিনি।



 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball