বোল্টের ফেরার ম্যাচে লিভিংস্টোন ঝড়ে হারল কিউইরা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো শীর্ষে ডাফি
১৫ ঘন্টা আগে
এক বছর পর জাতীয় দলে ফিরেই দারুণ বোলিং করেছেন ট্রেন্ট বোল্ট। নিয়েছেন তিন উইকেট। যদিও বোল্টের প্রত্যাবর্তন রাঙাতে পারল না নিউজিল্যান্ড। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে লিভিংস্টোনের অসাধারণ এক ইনিংসে স্কোরবোর্ডে লড়াকু সংগ্রহই গড়ে ইংল্যান্ড। জবাব দিতে গিয়ে টানা ব্যাটিং ব্যর্থতায় সেভাবে কিছুই করে উঠতে পারেনি কিউইরা। ম্যাচটি তারা হারে ৭৯ রানে।
বৃষ্টি বাগড়া দেয়ার এই ম্যাচে দুই দলের জন্যই ম্যাচ ৩৪ ওভারে নামিয়ে আনা হয়। লিভিংস্টোনের ব্যাটিং নৈপুণ্যে আগে ব্যাটিং করে ৩৪ ওভারে ২২৬ রান সংগ্রহ করে ইংল্যান্ড। লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৪৭ রানে গুটিয়ে যায় সফকারীরা। এদিকে এই জয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতা আনল স্বাগতিকরা।
সিরিজে সমতায় ফিরতে সাউদাম্পটনে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কিউইরা। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ব্যর্থ হয় স্বাগতিকদের টপ অর্ডার। লম্বা সময় পর দলে ফিরেই নিজের দ্বিতীয় ওভারে জনি বেয়ারস্টোকে লেংথ ডেলিভারিতে ক্যাচের ফাঁদে ফেলে মাত্র ৬ রানেই সাজঘরে ফেরান বোল্ট।

এরপর জো রুট (২), বেন স্টোকস (১) এবং হ্যারি ব্রুকরা (২) ফিরলে পাওয়ার প্লে'র প্রথম ৫ ওভারেই ২৮ রান তুলতে ৪ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। তারপর মঈন আলীকে নিয়ে অধিনায়ক জস বাটলারের বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন। যদিও দলীয় ৫৫ রানেই ৩০ করে সাজঘরে ফেরেন বাটলার।
আবারও সারেতে ফিরলেন কেমার রোচ
২৮ মার্চ ২৫
এরপর মঈনকে নিয়ে ৪৮ রানের জুটি গড়েন লিভিংস্টোন। যদিও মঈন ফেরেন ৩৩ রান করে। আবারও দলের হাল ধরেন লিভিংস্টোন। অলরাউন্ডার স্যাম ক্যারান নিয়ে গড়েন ১১২ রানের জুটি। এসময় ৯ চার ও এক ছয়ে ৭৮ বলে ৯৫ রান করে অপরাজিত থাকেন তিনি। সেই রানেই ভর করে ৩৪ ওভারে ২২৬ রান সংগ্রহ করে ইংল্যান্ড। বল হাতে বোল্টই ছিলেন সবথেকে সফল বোলার।
জবাবে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই ইনিংসের দ্বিতীয় বলে ডেভিড উইলির লেংথ ডেলিভারিতে এলবিডব্লিউর ফাঁদে পরেন ফিন অ্যালেন। এরপর উইল ইয়াংকে নিয়ে ডেভন কনওয়ে ৪৯ রানের জুটি গড়েন। কনওয়ে ১৪ রানে ফেরার দুই ওভার পরেই ৩৩ রানে ফেরেন ইয়াং।
ব্যাটিং বিপর্যয় সামাল দিতে কিউই অধিনায়ক টম ল্যাথাম ও ড্যারিল মিচেল ম্যাচে হার ধরার চেষ্টা করেন। দুই ব্যাটার মিলে গড়েন ৫৬ রানের জুটি। যদিও ল্যাথাম ১৯ রান করেই সাজঘরে ফেরেন। দলীয় ১৩৯ রানে হাফ সেঞ্চুরি করা মিচেল (৫৭) ফিরলে কেউই আর দলের হাল ধরতে পারেনি।
ফলে ৭৯ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাটলাররা। ইংলিশদের হয়ে বল হাতে তিনটি করে উইকেট নেন উইলি ও রিস টপলে। দুই উইকেট পেয়ছেন মঈন এবং একটি উইকেট নিয়েছেন গাস অ্যাটকিনসন।