promotional_ad

বিশ্বকাপে কোহলির কাছ থেকে বিশেষ কিছু চান ভিলিয়ার্স

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দিন শেষে একজন পান্ডিয়ারই জেতার কথা ছিল: ক্রুনাল

৩ ঘন্টা আগে
হার্দিক পান্ডিয়া এবং ক্রুনাল পান্ডিয়া, ফাইল ফটো

২০০৮ থেকেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন বিরাট কোহলি। তরুণ ক্রিকেটার হিসেবে দলটিতে যোগ দিলেও প্রায় এক যুগ পর দলটির সবচেয়ে বড় তারকা তিনি।


বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটার হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন কোহলি। এই ভারতীয় ব্যাটারের এই অবস্থানে আসার পেছনে বড় ভূমিকা আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেটাই মনে করিয়ে দিয়েছেন তার এক সময়ের সতীর্থ বিরাট কোহলি।



promotional_ad

সাউথ আফ্রিকার এই কিংবদন্তি ব্যাটার মনে করেন শেখার আগ্রহের কারণেই কোহলি অন্যদের চেয়ে ভিন্ন। অন্য দলের ক্রিকেটারদের শুধু প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করেন না তিনি। প্রয়োজনে তাদের কাছ থেকেও শেখেন কোহলি। সেই সঙ্গে সতীর্থ ও কোচদের পরামর্শই তাকে এই অবস্থানে নিয়ে এসেছে বলে বিশ্বাস ভিলিয়ার্সের।


আরো পড়ুন

‘বাংলাদেশ নক আউটে যাওয়ার মতো দল না’, বলছেন ভিলিয়ার্স

১৫ ফেব্রুয়ারি ২৫
ভিলিয়ার্স ও বাংলাদেশ দল

নিজের ইউটিউব চ্যানেলে ভিলিয়ার্স বলেছেন, 'আমার মনে হয় প্রত্যেকেই বয়সের সঙ্গে সঙ্গে পরিপক্ক হয়। যখন বয়স বাড়তে থাকবে আপনি অভিজ্ঞ খেলোয়াড়দের কাছ থেকে অনেক কিছু শিখবেন এবং আপনি বুঝতে পারবেন তারা শুধু আপনার প্রতিপক্ষ নয় বরং শান্ত ও স্বাচ্ছন্দ্যপূর্ণ ব্যক্তিও। বিরাট খুবই স্মার্ট এবং যে কোচদের পাশাপাশি সতীর্থদের কাছ থেকেও শেখে।'


বেঙ্গালুরুতে কোহলির এক সময়ের সতীর্থ ছিলেন আরেক প্রোটিয়া ক্রিকেটার মার্ক বাউচারও। ২০১২ মৌসুম থেকে কোহলির সঙ্গে খেলেছিলেন তিনি। ভারতীয় এই ব্যাটারের প্রতি তারও ভূমিকা ছিল বলে জানিয়েছেন ভিলিয়ার্স। বন্ধু হিসেবে ভিলিয়ার্স নিজেও সব সময় সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন। সব মিলিয়ে আসন্ন বিশ্বকাপে কোহলির বিশেষ পারফরম্যান্স দেখতে মুখিয়ে থাকবেন এই সাবেক প্রোটিয়া তারকা।



তিনি বলেন, 'বিরাট যখন তরুণ ছিল আরসিবিতে মার্ক বাউচারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং বন্ধু হিসেবে আমিও কিছুটা প্রভাব রাখতে পেরেছিলাম। সে সঠিক ভারসাম্য খুঁজে পেয়েছে এবং বিশ্বকাপে তার কাছ থেকে বিশেষ কিছু দেখতে তর সইছে না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball