promotional_ad

বিশ্বকাপে খেলতে অস্ত্রোপচার করাচ্ছেন না ম্যাক্সওয়েল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আমরা শুধু ম্যাক্সওয়েলের বিপক্ষে খেলছি না: শহীদি

২৮ ফেব্রুয়ারি ২৫
২০২৩ বিশ্বকাপে ২০১* রানের ইনিংস খেলার পথে গ্লেন ম্যাক্সওয়েল, ফাইল ফটো

গত বছরের নভেম্বরে গোড়ালিতে চোট পান অস্ট্রেলিয়ান ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল। গোড়ালির সেই অস্ত্রোপচারের দ্বিতীয় ধাপ এখনও বাকি রয়েছে তার। তবে এই মূহুর্তে কোনও অস্ত্রোপচার করালে শঙ্কা থাকবে বিশ্বকাপ নিয়েও। যদিও এখনো গোড়ালির ব্যথায় দলের বাইরেই আছেন তিনি।

শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের আগে বন্ধুর জন্মদিনে আরেক বন্ধু তাড়া করেন ম্যাক্সওয়েলকে। এ সময় পড়ে গিয়ে গোড়ালিতে বাজে ভাবে আঘাত পান এই ক্রিকেটার। যার জন্য অস্ত্রোপচারে করাতে হয় তাকে। দ্রুত সেরে উঠতে সেখানে ব্যবহার করা হয় বিশেষ ধরনের পিন। এরপর দ্রুত সেরে উঠে মাঠেও ফেরেন এই অলরাউন্ডার।


কিন্ত গোড়ালিতে ব্যবহার করা সেই পিনগুলো এখনও বের করা হয়নি। যার জন্য প্রয়োজন আরও একটি অস্ত্রোপচার। এদিকে এখনও গোড়ালির ব্যথায় ভুগছেন তিনি। নেই সাউথ আফ্রিকা সিরিজেও। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার মেডিকেল কর্মীরা জোর দিয়েই বলছেন যে এই ব্যথার সঙ্গে পিনগুলোর কোনও সম্পর্ক নেই।



promotional_ad

ক্রিকেট অস্ট্রেলিয়া একজন মুখপাত্র বলেন, 'গ্লেন (ম্যাক্সওয়েল) তার বাম পায়ের গোড়ালিতে যেই ব্যথা অনুভব করছেন সেটা পুনর্বাসন প্রক্রিয়ার সময় অস্বাভাবিক নয়। তিনি এই সপ্তাহে অনুশীলনে ফিরেছেন। এমনকি ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভূমিকা রাখতে দলে ফেরার প্রস্ততি নিচ্ছেন।'


আরো পড়ুন

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে কনস্টাসসহ তিন নতুন মুখ

১ এপ্রিল ২৫
অস্ট্রেলিয়ার জার্সিতে স্যাম কনস্টাস, ক্রিকেট অস্ট্রেলিয়া

এই মুহূর্তে পিনগুলো বের করার জন্য কোনও অস্ত্রোপচার করালে প্রায় ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ম্যাক্সওয়েলকে। ফলে আপাতত ইনজেকশন নিয়ে আবারও অনুশীলনে ফিরেছেন ম্যাক্সওয়েল। কিছুদিন আগেই জানিয়েছিলেন ভারত সিরিজে দলে ফিরতে মরিয়া তিনি। নির্বাচকরাও তাকে কোনও রকম চাপ দিচ্ছে না।


ম্যাক্সওয়েল বলছিলেন 'আমি এখনও ভারত সিরিজে কিছু ম্যাচ খেলতে চাই। তবে এটা নিয়ে আমি কোনো চাপ নিচ্ছি না। নির্বাচক এবং স্টাফরা বেশ দুর্দান্ত তারা আমাকে এর জন্য কোনো রকম চাপ দিতে চায় না। তারা আমাকে অতিরিক্ত চাপ দেয়ার জন্য কোনো নির্দিষ্ট সময় সীমা বেধে দিতে চায় না।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball