অস্ট্রেলিয়ার কাছে শীর্ষস্থান হারাল পাকিস্তান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষ পাঁচে ডাফি
২৬ মার্চ ২৫
গত মাসেই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে জায়গা করে নিয়েছিল পাকিস্তান। এর ফলে দুই নম্বরে নেমে যেতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। সাউথ আফ্রিকাকে টানা দুই ওয়ানডে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে অজিরা।
ফলে দুই নম্বরে নেমে যেতে হয়েছে বাবর আজমের দলকে। রবিবার এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হচ্ছে পাকিস্তানের। এই ম্যাচের আগেই এমন দুঃসংবাদ পেল দলটি। অবশ্য ভারতকে হারিয়ে আবারও শীর্ষে ফেরার সুযোগ রয়েছে পাকিস্তানের।

এদিকে ব্লুমফন্টেইনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ডেভিড ওয়ার্নার ও মারনাস লাবুশেনের জোড়া সেঞ্চুরিতে প্রোটিয়াদের ১২৩ রানে হারিয়েছে অস্ট্রেলয়া। ৫ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১২১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে মিচেল মার্শের দল।
বিশ্বকাপ বাছাই পর্বে ব্যাটারদের দিকে তাকিয়ে জ্যোতি
২২ ঘন্টা আগে
১২০ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে পাকিস্তান। ভারতকে হারাতে পারলে পাকিস্তানের রেটিং পয়েন্ট হবে ১২২। অবশ্য তিন নম্বরে থাকা ভারতের চেয়ে বেশ খানিকটা এগিয়ে আছে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। রোহিত শর্মাদের রেটিং পয়েন্ট ১১৪।
চার নম্বরে আছে নিউজিল্যান্ড। তারা ১০৬ রেটিং পয়েন্ট নিয়ে এই অবস্থানে আছে। ৯৯ রেটিং পিয়েন্ট নিয়ে ইংল্যান্ডের অবস্থান পাঁচ নম্বরে। ৯৭ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে সাউথ আফ্রিকা।
সমান ৯২ পয়েন্ট করে রয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার নামের পাশে। তারা অবস্থান করছে যথাক্রমে ৭ ও ৮ নম্বরে। ৮০ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আফগানিস্তান। আর ৬৮ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।