বিশ্বকাপে আগ্রাসী সূচনার ইঙ্গিত দিচ্ছেন অস্ট্রেলিয়ার ওপেনাররা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে কনস্টাসসহ তিন নতুন মুখ
১ এপ্রিল ২৫
সাধারণত ৫০ ওভারের ম্যাচগুলোতে কিছুটা চাপের মধ্যে দেখেশুনেই ইনিংস শুরু করে থাকেন ওপেনাররা। উদ্দেশ্য নতুন বলে উইকেট না হারানো। কিন্ত সাউথ আফ্রিকা সিরিজে অস্ট্রেলিয়ার আগ্রাসী ব্যাটিং দেখাচ্ছে ভিন্ন কিছু। নতুন বলে শুরু থেকে বোলারদের উপর চড়াও হতে দেখা যাচ্ছে অজি ব্যাটারদের। ম্যাচের প্রথম পাওয়ার প্লে'তে তাদের এমন ব্যাটিং, ইঙ্গিত দিচ্ছে বিশ্বকাপে আগ্রাসী ব্যাটিং পরিকল্পনার।
সাউথ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ তে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। সিরিজের দ্বিতীয় ম্যাচে শনিবার (৯ সেপ্টেম্বর) ৩৯২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় অজিরা। এদিন শুরু থেকেই প্রোটিয়া বোলারদের উপর চড়াও হন দুই অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড।

ইনিংসের শুরু থেকেই মারকুটে ব্যাটিং করা দুই ওপেনার ম্যাচের প্রথম ১০ ওভারে অজিদের স্কোরবোর্ডে তোলেন ১০২ রান। যদিও ১০৯ রানে থামে সেই জুটি। যেখানে টি-টোয়েন্টি ভঙ্গিমায় মাত্র ৩৬ বলে ৬৪ করেন হেড। ওয়ার্নার ফিরেছেন সেঞ্চুরি (১০৬) করেই। সেঞ্চুরি করা এই ব্যাটার অবশ্য জানিয়েছেন এভাবে ব্যাটিং করার কারণ।
ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে পুর্ণাঙ্গ সিরিজ খেলবে ভারত
১৫ মিনিট আগে
ম্যাচ শেষে ওয়ার্নার বলেন, 'আমাদের লক্ষ্য থাকে সবসময় প্রথম দশ ওভার (পাওয়ার প্লে)। এরপর পাওয়ার প্লে শেষে সেখান থেকে জুটি গড়ার। অবশ্য ম্যাচে আমরা অফ স্টাম্পের বাইরে বেশ কিছু বল পেয়েছি। বিশেষ করে ট্রাভিসের (হেড) লেগ স্টাম্পই তার অফ স্টাম্প। কারন তার যখন ইচ্ছা তখনই সে অফ সাইডে খেলতে পারে। তবে আমাদের পরিকল্পনা ছিল প্রথম দশ ওভার, সেখান থেকেই ইংনিংস তৈরি করা।'
অস্ট্রেলিয়ার এমন মারকুটে ব্যাটিং যে বিশ্বকাপেরই পরিকল্পনার অংশ, তার ইঙ্গিত অবশ্য শেষ কয়েক সিরিজে স্পষ্টতই। যেখানে শেষ ৮ ওয়ানডেতে প্রথম ১০ ওভারে তাদের সর্বনিম্ন স্কোর ছিল ইংল্যান্ডের বিপক্ষে, ৫৩ রানে ২ উইকেট। যার মধ্যে ছয়বার স্ট্রাইক রেট ছয় কিংবা তার বেশি ছিল। যার মধ্যে তারা আবার ১০০ পার করেছে দুবার।
অজিদের দুই ওপেনার ওয়ার্নার এবং হেডের জুটি দুর্দান্ত ছন্দে রয়েছে। তাদের জুটির গড় বর্তমানে ১০০.৫৫। ২০২২ সাল থেকে এখন পর্যন্ত ১১৭.৭৬ স্ট্রাইক রেটে ৭৩৬ রান তুলেছেন এই দুজন। ওয়ার্নারে সঙ্গে ওপেনিং নিয়ে হেড বলেন, 'আমরা একে অপরের ম্যাচ পরিকল্পনা জানি। আমরা চেষ্টা করি বোলারদের উপর চাপ প্রয়োগ করতে।'