promotional_ad

ওয়ার্নার-ল্যাবুশেনের বিধ্বংসী সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বড় জয়

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে কনস্টাসসহ তিন নতুন মুখ

১ এপ্রিল ২৫
অস্ট্রেলিয়ার জার্সিতে স্যাম কনস্টাস, ক্রিকেট অস্ট্রেলিয়া

সিরিজ সমতায় ফেরার মিশনে নামলেও আরও একবার পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হলো সাউথ আফ্রিকাকে। ডেভিড ওয়ার্নার এবং মারনাস ল্যাবুশেনের অসাধারণ সেঞ্চুরিতে ১২৩ রানের বড় ব্যবধানে জিতল অস্ট্রেলিয়া। একইসঙ্গে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়েও গেল সফরকারীরা।


ব্লুমফন্টেইনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং নেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা।
আগে ব্যাটিংয়ে নেমে ওয়ার্নার-ল্যাবুশেনের নৈপুণ্যে ৩৯২ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দেয় অজিরা। জবাবে ২৬৯ রানেই গুটিয়ে যায় প্রোটিয়ারা।


সিরিজের প্রথম ম্যাচে ব্লুমফন্টেইনেই হেরেছিল সাউথ আফ্রিকা। সুযোগ ছিল এখানেই সিরিজ সমতায় ফেরার। কিন্তু টস জিতে ফিল্ডিং নিয়েই বিপাকে পরে প্রোটিয়ারা। উদ্বোধনী উইকেট জুটিতে ওয়ার্নার এবং ট্রাভিস হেড ১০৯ রানের জুটি গড়েন। মাত্র ৩৬ বলে ৬৪ করা হেড মিড-অনে ক্যাচ দিয়ে ফেরেন তাবরাই শামসির বলে।



promotional_ad

টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত খেলা অধিনায়ক মিচেল মার্শ এ দিন ব্যাট হাতে শুন্য রানেই ফেরেন। শামশির বলে রিভার্স সুইপ করতে গিয়ে এলবিডাব্লিওর ফাঁদে মাঠ ছাড়েন তিনি। এরপর ল্যাবুশেনকে নিয়ে ১৫১ রানের বিশাল জুটি গড়েন ওয়ার্নার। দলীয় ২৬০ রানে সাজঘরে ফেরার সময় ১২ চার ও ৩ ছয়ে ৯৩ বলে ১০৬ রানের ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটার।


আরো পড়ুন

ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ভারত

১৫ ঘন্টা আগে
ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে পুর্ণাঙ্গ সিরিজ খেলবে ভারত, ফাইল ফটো

অবশ্য রানের চাকা সচল রেখেছিলেন ল্যাবুশেন ও জস ইংলিস। এ সময় ওয়ানডে নিজের প্রথম হাফ সেঞ্চুরি করে কাগিসো রাবাদার শিকার হন ইংলিস। তবে ল্যাবুশেন ১৯ চার ও এক ছয়ের ৯৯ বলে ১২৪ রানের ঝড়ো ইনিংস অস্ট্রেলিয়াকে বিশাল সংগ্রহ এনে দেন। প্রোটিয়াদের হয়ে শামসি সর্বোচ্চ ৪ উইকেট এবং রাবাদা দুটি উইকেট নিয়েছেন।


বড় লক্ষ্য তারা করতে নেমে সূচনাটা দারুণ করেছিল কুইন্টন ডি কক এবং বাভুমা। প্রথম উইকেটেই তারা ৮১ রানের জুটি গড়েন। তবে নাথান এলিসের স্লোয়ার লেংথ বলটি শট খেলতে গিয়ে বোলারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৪৫ রান করে ফেরেন ডি কক। অধিনায়ক বাভুমাও (৪৬) ব্যর্থ হয়েছেন হাফ সেঞ্চুরি করতে। অ্যাডাম জাম্পার গুগলির ফাঁদে এলবিডাব্লিও হন তিনি।


এরপর উইকেটে যাওয়া আসায় ব্যস্ত ছিলেন এইডেন মার্করাম (৩), র‍্যাসি ভ্যান ডার ডাসেন (১৭)। এরপর ডেভিড মিলার, হেনরিক ক্লাসেনকে (৪৯) নিয়ে ৫৮ ও মার্কো জানসেনকে নিয়ে ৬৪ রানের জুটি গড়েন। যা পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। দলীয় ২৪১ রানে মিলার ৪৯ রান করে ফিরলে আর কেউই দলটির হয়ে হাল ধরতে পারেন নি।



অজিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৬৯ রানেই অলআউট হয় স্বাগতিকরা। অজিদের হয়ে জাম্পা ছিলেন সব থেকে সফল বোলার। ৯ ওভারে ৪৮ রান দিয়ে নেন চার উইকেট। এ ছাড়া নাথান এলিস, শন অ্যাবট ও অ্যারন হার্ডি দুটি করে উইকেট নেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball