সাদিরা আমাদের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিয়েছে: সাকিব

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে পাকিস্তানে গেলেন বাংলাদেশের মেয়েরা
১৫ ঘন্টা আগে
ইনিংসের ষষ্ঠ ওভারেই সাফল্য পেয়েছিল বাংলাদেশ। তবে চাপ ধরে রাখতে পারেননি টাইগার বোলাররা। পাথুম নিশাঙ্কা ও কুশাল মেন্ডিসের পাল্টা আক্রমণে দিশাহারা হয়ে গিয়েছিল টাইগাররা। ১০৮ রানে দ্বিতীয় উইকেটের পর ১৪৪ রানের মধ্যে আরও দুই উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল টাইগাররা।
যদিও সাদিরা সামারাবিক্রমা একপ্রান্ত আগলে রেখে লঙ্কানদের রান বাড়িয়েছেন। এই ডানহাতি ব্যাটার একাই ৭২ বলে ৯৩ রানের ইনিংস খেলেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ২১ রানের হারের পর বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানও এই ব্যাটারকে প্রশংসায় ভাসিয়েছেন। তিনি মনে করেন সামারাবিক্রমাই ম্যাচ বের করে নিয়েছেন বাংলাদেশের কাছ থেকে।

শ্রীলঙ্কার দেয়া ২৫৮ রানের লক্ষ্য তাড়া করতে ৮০-১০০ রানের জুটির প্রয়োজন ছিল বলে মনে করেন সাকিব। সেটা না হওয়ায় ম্যাচ জেতা সম্ভব হয়নি। বোলারদের খরুচে বোলিংকেও দোষারোপ করেছেন বাংলাদেশ দলপতি। তিনি মনে করেন শ্রীলঙ্কাকে চাপে ফেললেও তা ধরে রাখতে পারেননি বোলাররা।
২৮ রানে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ হার
১৪ ফেব্রুয়ারি ২৫
ম্যাচ শেষে সাকিব বলেন, 'আমরা বিশেষভাবে ভালো বোলিং করিনি। উইকেট থেকে বোলাররা সাহায্য পাচ্ছিল কিন্তু আমরা উইকেট নিতে পারিনি। শ্রীলঙ্কাকে কৃতিত্ব দিতে হবে। আমরা শক্তভাবে ঘুরে দাঁড়িয়েছিলাম। সাদিরা আমাদের কাছ থেকে ম্যাচ বের করে নিয়েছে। সে দারুণ খেলেছে। এই রান তাড়া করার জন্য আমাদের ৮০-১০০ রানের জুটি প্রয়োজন ছিল।'
বাংলাদেশ ৮৩ রানের মধ্যেই উপরের সারির চার ব্যাটারের উইকেট হারিয়েছে। মেহেদী হাসান মিরাজ ও নাইম শেখ ওপেনিং জুটিতেই ৫৫ রান যোগ করেছিলেন। এরপর লাগাতার উইকেট হারিয়েছে টাইগাররা। এরপর তাওহীদ হৃদয় ৯৭ বলে ৮২ রানের ইনিংস খেললেও তাকে কেউ সঙ্গ দিতে পারেননি।
ম্যাচ হারের কারণ ব্যাখ্যা করে সাকিব বলেন, 'আমাদের উপরের সারির চার ব্যাটার যথেষ্ট রান করেনি এবং শুরুতে আমরা ভালো বলও করিনি। হৃদয় সত্যিই ভালো ব্যাটিং করেছে। এখানে সে এলপিএলে খেলেছে এটা তার আত্মবিশ্বাস বাড়িয়েছে। সে যদি আরেকটু বেশি সময় ব্যাটিং করতে পারত... এখানে অনেক যদি কিন্তু থাকবেই। শ্রীলঙ্কা আমাদের চেয়ে ভালো খেলেছে তাই তারা জিতেছে। আমাদের পেসাররা কিছুটা বেশি রান দিয়েছে কিন্তু তারা সব উইকেটও নিয়েছে। তাই অভিযোগের সুযোগ নেই।'