অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে নেসার

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
হ্যামস্ট্রিংয়ের চোটে সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন স্পেন্সার জনসন। বাঁহাতি এই পেসারের বদলি হিসেবে প্রোটিয়াদের বিপক্ষে অস্ট্রেলিয়ার ৫০ ওভারের দলে ডাকা হয়েছে মাইকেল নেসারকে। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
মিচেল স্টার্কের বদলি হিসেবে সাউথ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ডাক পেয়েছিলেন জনসন। তবে এখনও অভিষেক হয়নি তার। অজিদের হয়ে ওয়ানডে জার্সি গায়ে জড়ানোর আগেই চোটে পড়লেন বাঁহাতি এই পেসার।

হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেছেন প্রোটিয়া সফর থেকে। যদিও তার চোট খুব বেশি গুরুতর নয়। বিশ্বকাপ ও ভারত সফরের কথা মাথায় রেখে তাকে নিয়ে ঝুঁকি নিচ্ছে না অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেও দলের সঙ্গেই সাউথ আফ্রিকায় থাকবেন জনসন।
দলের সঙ্গে ভারত সফরেও যাবেন গতিময় এই পেসার। তার বদলি হিসেবে পচেস্ট্রমে অস্ট্রেলিয়া দলের সঙ্গে যোগ দেবেন নেসার। ২০১৮ সালে ইংল্যান্ড সফরে প্রথমবার ওয়ানডে দলে ডাক পাওয়া ৩৩ বছর বয়সি এই ক্রিকেটার এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছেন।
নেসারকে সাউথ আফ্রিকা সফরে যুক্ত করা নিয়ে অস্ট্রেলিয়ার নির্বাচক টনি ডোদেমেইড বলেন, ‘তিন সংস্করণেই সে একজন দুর্দান্ত ক্রিকেটার যে কিনা আমাদের একজন অতিরিক্ত পেস বোলিং অপশন বাড়াবে। সে সিরিজের বাকি অংশে দলের সঙ্গে থাকবে।’
কব্জির চোটের কারণে সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দলে খেলা অনিশ্চিত প্যাট কামিন্সের। যতদূর জানা গেছে এখনও চোট থেকে সেরে উঠতে পারেননি অস্ট্রেলিয়ার অধিনায়ক। এদিকে প্রথম ওয়ানডেতে কাগিসো রাবাদার বলে হেলমেটে আঘাত লাগায় মাঠ ছেড়েছিলেন ক্যামেরন গ্রিন। অন্তত ৮ দিনের জন্য ছিটকে গেছেন এই অলরাউন্ডার।