‘দেয়ালে পিঠ ঠেকলে বাংলাদেশকে জেতান সাকিব’

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অসুস্থ তামিমকে দেখতে হাসপাতালে যাচ্ছেন সাকিবের বাবা-মা
২৫ মার্চ ২৫
বাংলাদেশের ক্রিকেটের পিঠ যতবার দেয়ালে ঠেকেছে ততবারই ত্রাতা হয়ে এসেছেন সাকিব আল হাসান। ব্যাটে-বলে সমানতালে পারফর্ম করে অসংখ্য ম্যাচ জিতিয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষেও এমন কিছু করবেন সাকিব, এমনটাই মনে করেন পার্থিভ প্যাটেল।
এশিয়া কাপের এবারের আসরে প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। বাঁচা-মরার ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে অবশ্য সুপার ফোরে জায়গা করে নেয় সাকিবের দল। সুপার ফোরে প্রথম ম্যাচেও হোঁচট খেয়েছে তারা। যেখানে পাকিস্তানের কাছে একেবারে পাত্তাই পায়নি টাইগাররা।

যদিও পাকিস্তানের বিপক্ষে ৫৩ রানের ইনিংস খেলেছিলেন সাকিব। আগের দুই ম্যাচে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে অভিজ্ঞ এই অলরাউন্ডারের রান ৫ ও অপরাজিত ৩২।বল হাতে অবশ্য তেমন সাফল্যই পাননি তিনি। সব মিলিয়ে নিজের সেরাটা এখনও দিতে পারেননি সাকিব।
প্রথম ম্যাচ হেরে যাওয়ায় ফাইনালের দৌড়ে টিকে থাকতে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। নেট রান রেটে পিছিয়ে থাকায় বড় ব্যবধানেই জিততে হবে টাইগারদের। লঙ্কানদের বিপক্ষে হারলে ফাইনাল খেলার আর কোন সুযোগ থাকবে না সাকিবের দলের। এমন ম্যাচে অভিজ্ঞ এই অলরাউন্ডার ভালো করবেন বলে মনে করেন প্যাটেল।
ক্রিকবাজের সঙ্গে আলাপকালে ভারতের সাবেক এই ক্রিকেটারের কাছে জানতে চাওয়া হয়েছিল বাংলাদেশের কার উপর এদিন নজর থাকবে। এমন প্রশ্নের জবাবে প্যাটেল বলেন, ‘আমার মনে হয় সাকিব আল হাসান (শ্রীলঙ্কার বিপক্ষে কার উপর নজর থাকে)। সে এমন একজন বাংলাদেশ যখন....। তাকে বেছে নেয়া সহজ ব্যাপারটা এমন না।’
‘আমি আসলে প্যাটার্ন দেখে বলছি। বাংলাদেশের যখনই দেয়ালে পিঠ ঠেকেছে আমার মনে হয় সাকিব আল হাসান প্রত্যেক সময়ই এগিয়ে এসেছে এবং ম্যাচ জয়ী পারফরম্যান্স করেছে। সাকিব আল হাসানের উপর আজকে আমার নজর থাকবে।’