বিশ্বকাপ খেলতে ভারত সফর বিসর্জন দিচ্ছেন অধিনায়ক স্টোকস

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে স্টোকসকে চান না ব্রড
১৪ মার্চ ২৫
অ্যাশেজ শেষ হওয়ার পরই হাঁটুর অস্ত্রোপচার করানোর কথা ছিল বেন স্টোকসের। অবসর ভেঙে ওয়ানডে ক্রিকেটে ফেরায় আপাতত সেটা পিছিয়ে গেছে ডিসেম্বর-জানুয়ারি পর্যন্ত। হাঁটুর অস্ত্রোপচার করালে ভারত সফর মিস করবেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। বিশ্বকাপ ও পুরো গ্রীষ্মে খেলার জন্য ভারত সফর বিসর্জন দিচ্ছেন তিনি।
লম্বা সময় ধরেই হাঁটুর চোটে ভুগছেন স্টোকস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবশেষ আসরে চড়া দামে তাকে কিনে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। তবে চোটের কারণে পাঁচবারের চ্যাম্পিয়নদের হয়ে দুই ম্যাচের বেশি খেলতে পারেননি। চোট গুরুতর হলেও ছুঁরি কাঁচির নিচে যাননি অভিজ্ঞ এই অলরাউন্ডার।

আইপিএলের কদিন পরই শুরু হয় অ্যাশেজ সিরিজ। মর্যাদার এই সিরিজের কথা মাথা রেখেই অস্ত্রোপচার করাননি স্টোকস। অ্যাশেজ চলাকালীন জানা যায় সিরিজ শেষ হওয়ার পরই চিকিৎসা করাবেন। তবে সেখান থেকেও সরে এসেছেন এই ক্রিকেটার। সেই সিদ্ধান্তের পথে সবচেয়ে বড় নিয়ামক হিসেবে কাজ করেছে অবসর ভেঙে ওয়ানডে দলে ফেরা।
ইংল্যান্ড সফরে রুদ্ধদ্বার প্রস্তুতি সারবে ভারত
১৫ ঘন্টা আগে
ব্যস্ত সূচি ও মানসিক ধকল সামলাতে ৫০ ওভারের ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন স্টোকস। তবে ইংল্যান্ডের চাওয়ায় ভারত বিশ্বকাপ খেলার জন্য সিদ্ধান্ত বদল করেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। ফলে ডিসেম্বর-জানুয়ারির আগে অস্ত্রোপচার করাতে পারছেন না তিনি। সেসময় অস্ত্রোপচার করালে জানুয়ারিতে হতে যাওয়া ভারত সফরে খেলা হবে না স্টোকসের।
৮ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে স্টোকস বলেন, ‘আমি জানি কি ঘটতে যাচ্ছে (অস্ত্রোপচার)। আমি কি করতে যাচ্ছি নিয়ে কথা বলার জন্য এখন সঠিক সময় বলে আমার মনে হয় না। বেশ কয়েকজন বিশেষজ্ঞের সঙ্গে আলাপ দারুণ সব আলাপ হয়েছে। আমরা সবাই মিলে একটা পরিকল্পনাও করেছি। এটা জানতে পারটা দারুণ ব্যাপার যে বিশ্বকাপের পর আমরা কিছু একটা পেতে যাচ্ছি। দারুণ একটা পরিকল্পনা, আমরা সেটা করব এবং আমরা সেটাতেই স্থির থাকব।
অবশ্য বিশ্বকাপের পর নিজের হাঁটুর অস্ত্রোপচার করলে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে খেলাটা বেশ কঠিন হয়ে দাঁড়াবে স্টোকসের। কারণ অস্ত্রোপচারের পর সুস্থ হতে প্রায় ৮ থেকে ১২ সপ্তাহ সময় লাগতে পারে। এরপর আরও বেশকিছু সময় লাগবে পুনর্বাসন প্রক্রিয়ায়। সেখানে ১৭ নভেম্বর বিশ্বকাপ শেষ হওয়ার পর আগামী বছরের ২৫ জানুয়ারি শুরু হবে সিরিজটি।
বিশ্বকাপে স্টোকসকে পুরোদস্তর ব্যাটার হিসেবে দেখা যাবে। ফলে তার চিন্তায় এখন বিশ্বকাপ। তবে সামনের মৌসুমে তিনি একজন পাকাপোক্ত অলরাউন্ডার হয়ে ফিরতে চান। স্টোকস বলেন, ‘আমি আগামী গ্রীষ্মে একজন সত্যিকারের অলরাউন্ডার হিসেবে ফিরতে চাই। এই শীতকাল আমার ভাবনায় বিশ্বকাপে খেলা, তারপর হাঁটু নিয়ে কাজ করা।’