স্টোকসের ফেরার ম্যাচে কনওয়ে-মিচেলের সেঞ্চুরি, ইংল্যান্ডের হার

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জোহানেসবার্গে বাড়ি-ঘর বিক্রি করে নিউজিল্যান্ডের হয়ে স্বপ্ন পূরণ
২৭ নভেম্বর ২০
ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে কদিন আগে অবসর ভেঙে ফিরেছেন বেন স্টোকসের। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটা যেমন বিশ্বকাপ প্রস্তুতির তেমনটি স্টোকসের প্রত্যাবর্তনেরও। এমন ম্যাচে নিউজিল্যান্ডের কাছে রীতিমতো উড়ে গেল ইংল্যান্ড। ডেভন কনওয়ে এবং ড্যারিল মিচেলের সেঞ্চুরিতে ইংলিশদের ৮ উইকেটে হারিয়েছে সফরকারীরা।
কার্ডিফে ইংল্যান্ডের দেয়া ২৯২ রানের লক্ষ্যে খেলতে নেমে কিউইদের হয়ে দারুণ শুরু করেন কনওয়ে এবং উইল ইয়াং। তাদের দুজনের ব্যাটে রান তাড়ার শুরুটা হয়েছে একেবারে প্রত্যাশিত। উদ্বোধনী জুটিতে ইয়াং ও কনওয়ে যোগ করেন ৬১ রান। পাওয়ার প্লে শেষ হওয়ার পরের ওভারে উইকেট হারায় নিউজিল্যান্ড।

আদিল রশিদের টসড আপ ডেলিভারিতে বেরিয়ে যাওয়ার সময় বল স্টাম্পে আঘাত করে। বেশ ভালো শুরু করা ইয়াং ফিরে যান ৩৩ বলে ২৯ রান করে। ইয়াংকে ফিরিয়ে ইংল্যান্ডের মাটিতে নিজের শততম ওয়ানডে উইকেট তুলে নেন রশিদ। ইয়াং ফিরলেও নিউজিল্যান্ডের রান তোলার গতি কমেনি। তিনে নামা হেনরি নিকোলস ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি।
ডেভিড উইলির অফ স্টাম্পের বাইরের বাউন্সারে উইকেটের পেছনে থাকা জস বাটলারকে ক্যাচ দিয়ে ফেরেন নিকোলস। ১১৭ রানে ২ উইকেট হারানো কিউইদের ব্যাটিং সামাল দিতে থাকেন কনওয়ে এবং মিচেল। তারা দুজনে মিলে অনায়াসে জয়ের দিকে এগিয়ে যেতে থাকেন। ৫৭ বলে হাফ সেঞ্চুরি পাওয়া কনওয়ে সেঞ্চুরি ছুঁয়েছেন ১১৫ বলে।
এদিকে তাকে দারুণভাবে সঙ্গ দেয়া মিচেল পঞ্চাশ স্পর্শ করেছেন ৫৪ বলে। শেষ দিকে মিচেল নিজেও সেঞ্চুরি তুলে নেন। তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁতে ডানহাতি এই ব্যাটার খেলেছেন ৮৪ বলে। অর্থাৎ পরের পঞ্চাশ রান করতে মিচেল খেলেছেন মোটে ৩০ বল। ৮ উইকেটের জয়ের দিনে মিচেল ১১৮ এবং কনওয়ে ১১১ রানে অপরাজিত ছিলেন।
এর আগে ব্যাটিং করতে নেমে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯১ রান তোলে ইংল্যান্ড। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৭২ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক বাটলার। অবসর ভেঙে ফেরাটা স্টোকস রাঙিয়েছেন হাফ সেঞ্চুরি। স্টোকসের মতো ৫২ রান করেছেন লিয়াম লিভিংস্টোনও। এ ছাড়া ডেভিড মালান খেলেছেন ৫৪ রানের ইনিংস। নিউজিল্যান্ডের হয়ে রাচিন রবীন্দ্র তিনটি এবং টিম সাউদি নিয়েছেন দুটি উইকেট।