সাকিবের পরিকল্পনা নিয়ে মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করতে চান না তামিম

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
কেপিজে হাসপাতালের সবাইকে আজীবন হৃদয়ে লালন করব: তামিম
২৯ মার্চ ২৫
চেমসফোর্ডে আয়ারল্যান্ড সিরিজ চলাকালীন তামিম ইকবাল জানিয়েছিলেন, ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। যাতে করে বিশ্বকাপের দল তৈরি করতে কোন প্রকার দ্বিধাদ্বন্দ্বে পড়তে না হয়। তবে সেই সুযোগটি পাওয়া হয়নি তামিমের। আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার পরই আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছিলেন বাঁহাতি এই ওপেনার।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ক্রিকেটে ফিরলেও ছেড়েছিলেন ওয়ানডে দলের নেতৃত্ব। ফলে নিজের পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করা হয়ে উঠেনি তার। বর্তমান ওয়ানডেতে বাংলাদেশকে সামলাচ্ছেন সাকিব আল হাসান। তার অধীনে তিন ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। এমন পারফরম্যান্সের পর অধিনায়ক সাকিবের পরিকল্পনা নিয়ে মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করতে চান না অভিজ্ঞ এই ক্রিকেটার।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) মিরপুরে একটি প্রতিষ্ঠানের শো রুম উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘দেখুন, আমি যখন অধিনায়ক ছিলাম তখন আমি একভাবে ভাবতাম, নতুন অধিনায়ক হয়েছে তার হয়ত আলাদা পরিকল্পনা আছে। যা আসলে আমি জানি না। আমি একজনের পরিকল্পনার ব্যাপারে যদি ওতটা নিশ্চিত না থাকি একটা মন্তব্য করে দিলাম, যেটা একটা বিতর্ক তৈরি হয়ে গেল।’

সাকিব ও টিম ম্যানেজমেন্ট ভালো পরিকল্পনা করে আগাচ্ছে বলে মনে করেন তামিম। নিউজিল্যান্ড সিরিজ দিয়ে দলে ঢুকলে তারপর ব্যাপারগুলো দেখতে চান বাঁহাতি এই ওপেনার। এ প্রসঙ্গে বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেন, ‘আমি এটা করতে চাই না। আমার মনে হয় নতুন অধিনায়ক ও ম্যানেজমেন্টের অবশ্যই ভালো পরিকল্পনা আছে। ওরা ওইভাবে করে আগাচ্ছে। যখন দলে ঢুকব তখন দেখব।’
অসুস্থ তামিমকে দেখতে হাসপাতালে যাচ্ছেন সাকিবের বাবা-মা
২৫ মার্চ ২৫
গত কয়েক বছর ধরেই ওয়ানডেতে ভালো করছে বাংলাদেশ। ধারাবাহিকভাবে পারফর্ম করায় এবারের এশিয়া কাপ ও বিশ্বকাপ নিয়ে সমর্থকদের প্রত্যাশাটাও বেশি। চলমান এশিয়া কাপের সুপার ফোরে গেলেও এখন পর্যন্ত নিজেদের সক্ষমতা অনুযায়ী পারফর্ম করতে পারেনি বাংলাদেশ। তিন ম্যাচের দুটিতেই হার দেখতে হয়েছে সাকিবের দলের। দলের খারাপ পারফরম্যান্স নিয়ে মন্তব্য করা উচিত হবে না বলে মনে করেন তামিম।
তিনি বলেন, ‘সত্যি কথা বলতে খেলা নিয়ে এখান থেকে মন্তব্য করাটা উচিত হবে না। কারণ আমি নিশ্চিত ওইখানে যারা আছে দলে তারা তাদের সেরাটা দেয়ার চেষ্টা করছে। আমি দলের মাঝে নেই, বাইরে আছি দেখে একটা মন্তব্য করে দিলাম আমি আসলে এমন একজন নই। আমিও ওই দলেরই একজন। আমি নিজেকে যত তাড়াতাড়ি সম্ভব প্রস্তুত করার চেষ্টা করছি। যদি সুযোগ আসে তাহলে সেরাটা দেয়ার চেষ্টা করব। এটা নিয়েই আমি ফোকাস করছি। খারাপ পারফরম্যান্স নিয়ে মন্তব্য করা আমার মনে হয় উচিত হবে না।’
চোটের কারণে এশিয়া কাপ খেলা হচ্ছে না তামিমের। জানা গেছে, ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। এখন পর্যন্ত সঠিক পথেই আছেন বলে জানান তামিম। বর্তমানে ব্যথা অনুভব না করায় ১০ সেপ্টেম্বরের পর থেকে ফুল ইনটেনসিটিতে ব্যাটিং অনুশীলন শুরুর পরিকল্পনা করছেন তিনি।
তামিম বলেন, ‘দেখুন, আমাকে যে প্রোগ্রামটা দেয়া হয়েছে আমি আল্লাহর রহমতে এখন পর্যন্ত প্রত্যেকটা প্রোগ্রামই টিক দিয়েছি। খুব ভালোভাবে আমার উন্নতিটা হচ্ছে। বিশেষ করে ১০ তারিখের পর থেকে প্রায় ১০ দিন ফুল ইনটেনসিটিতে আমাদের অনুশীলন করার পরিকল্পনা আছে। এখন পর্যন্ত কোন সেটব্যাক হয়নি।’
‘এখন পর্যন্ত ব্যথাও সেভাবে অনুভব করিনি। ফিটনেসের এদিক ওদিক থাকে কিন্তু সেরকম ব্যথা অনুভব করিনি। পরবর্তী সপ্তাহটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা ফুল ইনটেনসিটিতে অনুশীলন করার পরিকল্পনা আছে। আমি খুবই আশাবাদী এবং ইতিবাচক আমি নিউজিল্যান্ড সিরিজে প্রথম থেকেই খেলতে পারব।’