promotional_ad

নিয়ম বদলে ভারত-পাকিস্তান ম্যাচে রিজার্ভ ডে

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

মুম্বাই ছেড়ে গোয়ায় জয়সাওয়াল

১৮ ঘন্টা আগে
লম্বা সময় মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফি খেলেছন যশস্বী জয়সাওয়াল

পাল্লেকেলের পর কলম্বোতেও চোখ রাঙানি দিচ্ছে বৃষ্টি। বৈরি আবহাওয়ার কারণে পরিত্যক্ত হয়ে যেতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের ক্রিকেট মহারণ। এমন শঙ্কার কথা মাথায় রেখে ভারত-পাকিস্তান ম্যাচে যুক্ত করা হয়েছে রিভার্জ ডে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।


কয়েক দফায় বৃষ্টির পরও নিজেদের ব্যাটিং শেষ করতে পেরেছিল ভারত। তবে গ্রুপ পর্বের নিজেদের প্রথম দেখায় ভারতের বিপক্ষে ব্যাটিংই করার সুযোগ মেলেনি পাকিস্তানের। বৃষ্টি বাগড়া দেয়ায় শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। সুপার ফোরেও ভারত-পাকিস্তানের দ্বৈরথে চোখ রাঙানি দিচ্ছে বেরসিক বৃষ্টি।



promotional_ad

পাকিস্তান আয়োজক হলেও এশিয়া কাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে শ্রীলঙ্কাতেও। লাহোরে তীব্র গরম থাকলেও লঙ্কা দ্বীপে চিত্রটা একেবারে ভিন্ন। এখন পর্যন্ত হওয়া তিনটিই ম্যাচেই বাগড়া দিয়েছে বৃষ্টি। ক্যান্ডিতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচে বৃষ্টি হলেও পুরো ম্যাচই অনুষ্ঠিত হয়েছে।


আরো পড়ুন

বিশ্বকাপ বাছাই পর্বে ব্যাটারদের দিকে তাকিয়ে জ্যোতি

২ এপ্রিল ২৫
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে জ্যোতি

যেখানে দ্বিতীয় ইনিংসে ম্যাচ নামিয়ে আনা হয়েছিল ২৩ ওভারে। এদিকে সুপার ফোরের বেশিরভাগ ম্যাচই হবে শ্রীলঙ্কাতে। কলম্বোতে বৃষ্টির সম্ভাবনা থাকায় ম্যাচগুলো হাম্বানটোটায় সরিয়ে নেয়ার কথা উঠেছিল। এমন সিদ্ধান্ত চূড়ান্তও করেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে একটু পরই এমন সিদ্ধান্ত থেকে সরে আসে এসিসি।


নিজেদের সিদ্ধান্তে অনড় থাকায় সুপার ফোরের ম্যাচগুলো কলম্বোতেই অনুষ্টিত হতে যাচ্ছে। যেখানে আগামী ১০ সেপ্টেম্বর প্রেমাদাসা স্টেডিয়ামের মাঠে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। কিন্ত কলম্বোর আবহাওয়া রিপোর্ট বলছে সেদিন সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরিষ্কার আকাশের নেই কোনও ইঙ্গিত।



প্রেমাদাসা স্টেডিয়ামে যদিও পানি নিষ্কাশন ব্যবস্থা বেশ ভালো। তবে সারাদিন ভারী এবং অবিরাম বৃষ্টিপাত হলে পণ্ড হতে পারে ম্যাচটি। ফলে সমর্থকদের হতাশ হওয়া ছাড়া কিছুই করার থাকবে না। এদিকে কলম্বোর আবহাওয়ার রিপোর্ট বলছে রাতের দিকে আরও বাড়তে পারে বৃষ্টির পরিমাণ।


ফলে বাধ্য হয়েই ভারত ও পাকিস্তান ম্যাচে রিজার্ভ ডে যুক্ত করার সিদ্ধান্ত নেয় এসিসি। এমনটা হলে ১১ সেপ্টেম্বর হবে বাকি অংশ। ফাইনালে রিজার্ভ ডে ছিল আগে থেকেই ভারত ও পাকিস্তানের ম্যাচে এমন কিছু যুক্ত করতে প্লেয়িং কন্ডিশনে পরিবর্তন এনেছে তারা। এসিসির সিদ্ধান্ত মেনে নিয়েছে পাকিস্তানও। অথচ কলম্বোর সবগুলো ম্যাচেই ৭৫-৮৫ শতাংশ বৃষ্টির সম্ভাবনা আছে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball