promotional_ad

বিশ্বকাপে আম্পায়ারিং করবেন বাংলাদেশের সৈকত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে পাকিস্তানে গেলেন বাংলাদেশের মেয়েরা

১৯ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জি

দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে শুরু হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এই মেগা ইভেন্টটি। বিশ্বকাপের চূড়ান্ত সূচি ঘোষণার পর এরই মাঝে শুরু হয়ে গেছে বিশ্বকাপের টিকিট বিক্রিও। এবার জানা গেল বিশ্বকাপে কারা কারা আম্পায়ারিং করবেন। বিশ্বকাপে বাংলাদেশী আম্পায়ারদের মধ্যে আছেন শরফুদৌলা ইবনে শহিদ সৈকত।


সাবেক বাঁহাতি স্পিনার সৈকত লম্বা সময় ধরেই বাংলাদেশের শীর্ষ আম্পায়ার। এ দেশের আম্পায়ারদের মধ্যে সর্বোচ্চ ৯টি টেস্ট, দ্বিতীয় সর্বোচ্চ ৫২টি ওয়ানডে ও সর্বোচ্চ ৪৩ টি-টোয়েন্টিতে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করেন তিনি।


ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলিয়েই এবারই প্রথম কোনও বিশ্বকাপে আম্পায়ার হিসেবে থাকছেন বাংলাদেশের কেউ। এর আগে অন-ফিল্ড বা টিভি আম্পায়ার- কোনও জায়গাতেই ছিল না কোনও বাংলাদেশি আম্পায়ারের নাম।



promotional_ad

শুক্রবার সকালে বিশ্বকাপের মোট ২০ জন অফিসিয়ালসের নাম প্রকাশ করেছে আইসিসি। এর মধ্যে আছেন ১৬ জন আম্পায়ার এবং চারজন ম্যাচ রেফারি। এই ১৬ জন আম্পায়ারের মধ্যে ১২ জনই আইসিসির এলিট প্যানেলের।


এলিট প্যানেলে থাকা আম্পায়ারদের মধ্যে আছেন নিউজিল্যান্ডের ক্রিস্টোফার গ্যাফানি, শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা, সাউথ আফ্রিকার মারাইস ইরাসমাস ও আদ্রিয়ান হোল্ডস্টক, ইংল্যান্ডের মাইকেল গফ, রিচার্ড ইলিংওর্থ ও রিচার্ড ক্যাটেলবরহ, অস্ট্রেলিয়ার পল রেইফেল ও রডনি টাকার, ভারতের নিতিন মেনন, ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন এবং পাকিস্তানের এহসান রাজা।


আম্পায়ারদের এলিট প্যানেলে যারা নেই তাদের মধ্যে বিশ্বকাপে সৈকত ছাড়াও আছেন অস্ট্রেলিয়ার পল উইলসন, ইংল্যান্ডের অ্যালেক্স হোয়ারফ এবং নিউজিল্যান্ডের ক্রিস ব্রাউন। আর ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের জেফ ক্রাও, জিম্বাবুয়ের অ্যান্ডি পাইক্রফট, ওয়েস্ট ইন্ডিজের রিচি রিচার্ডসন এবং ভারতের জাভাগাল শ্রীনাথ।


বিশ্বকাপে যারা আম্পায়ারিং করবেন তাদের প্রত্যেকেই ক্রিকেট মহলে বেশ সুপরিচিত। কেবল আলিম দার থাকবেন না এবারের বিশ্বকাপে। গত মার্চেই আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেল থেকে সরে দাঁড়ান তিনি।



এদিকে বাংলাদেশের সৈকত বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ থেকেই দায়িত্ব পেতে যাচ্ছেন। নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের মধ্যকার এই ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার থাকবেন মেনন ও ধর্মসেনা। টিভি আম্পায়ার থাকবেন উইলসন এবং চতুর্থ আম্পায়ার থাকবেন সৈকত। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন পাইক্রফট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball