বিশ্বকাপ থেকে বাদ পড়ে খুব বেশি হতাশ হইনি: ল্যাবুশেন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে কনস্টাসসহ তিন নতুন মুখ
১ এপ্রিল ২৫
অভিষেকের পর অস্ট্রেলিয়ার খেলা ৩৮ ওয়ানডের ৩০টিতেই দলে ছিলেন মারনাস ল্যাবুশেন। বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার আগপর্যন্ত ভারতের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজেও খেলেন তিনি। বাদ পড়ার আগে টানা ৯টি ওয়ানডেতেও ছিলেন এই মিডল অর্ডার ব্যাটার। তবুও অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে জায়গা মিলেনি তার। বাদ পড়ায় অবশ্য খুব বেশি হতাশ নন ল্যাবুশেন।
২০২০ সালে অভিষেক হওয়ার পর এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৩০টি ওয়ানডে খেলেছেন ল্যাবুশেন। কিন্তু সাম্প্রতিক সময়টায় ফর্মহীনতায় ভোগেন তিনি। ক্যারিয়ারের প্রথম ৬ ইনিংসে একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি ছাড়াও আরও দুই ইনিংসে ৪০ ছুঁয়েছিলেন। তারপরই অবশ্য হারিয়ে ফেলেন ধারাবাহিকতা।

সবশেষ ১৪ ইনিংসে তার ব্যাটিং গড় কেবল ২২.৩০। এই সময়ে তার স্ট্রাইক রেট ছিল ৬৯.৮৭। এসব কারণে বিশ্বকাপ দলে জায়গা মেলেনি, সেটাও বুঝতে পারছেন ল্যাবুশেন। গতকাল সাউথ আফ্রিকার বিপক্ষে 'কনকাশন সাব' হিসেবে নেমে ৯৩ বলে অপরাজিত ৮০ রানের সময় উপযোগী এক ইনিংস খেলে দল জেতান তিনি।
ম্যাচ শেষেই জানিয়েছেন বিশ্বকাপ থেকে বাদ পড়ার অনুভূতি, 'যেভাবে ওয়ানডে ক্রিকেট খেলছিলাম তাতে আমি সত্যিই হতাশ। শেষ ১০-১২ ম্যাচে আমি আমার ইন্টেন্স দেখাতে পারিনি। সাহসী হতে পারিনি, যেমনটা আমি চেয়েছিলাম। আমি যখন দল থেকে বাদ পড়েছি তখন আমি খুব বেশি হতাশ হইনি। আমি নির্বাচকদের বলেছিলাম, বুঝতে পেরেছি (বাদ পড়ার কারণ), আমি রান করতে পারিনি।'
গতকালের ম্যাচে আগে ব্যাটিং করে টেম্বা বাভুমার অপরাজিত সেঞ্চুরিতে ২২২ রান তোলে সাউথ আফ্রিকা। জবাবে ব্যাটিং করতে নেমে ১১. ১ ওভারে মাত্র ৭২ রান তুলতেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে অজিরা। ১১৩ রানে হারায় ৭ উইকেট।
তবে এই অবস্থা থেকেও দলকে জেতান ল্যাবুশেন। অস্ট্রেলিয়ার একাদশে ছিলেন না তিনি। ক্যামেরন গ্রিনের মাথায় বল লাগলে তিনি মাঠের বাইরে চলে যান। ফলে 'কনকাশন সাব' হিসেবে মাঠে নামেন ল্যাবুশেন। অষ্টম উইকেট জুটিতে অ্যাস্টন অ্যাগারের সঙ্গে গড়েন অবিচ্ছিন্ন ১১২ রানের জুটি। যা তিন উইকেটে জিতিয়ে দেয় অজিদের।
সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে নিজের প্রস্তুতি নিয়ে ল্যাবুশেন আরও বলেন, 'যখন অ্যাশেজ থেকে ফিরেছি, তখনই আমি ড্রয়িং বোর্ডে আকার চেষ্টা করেছি এবং ভেবেছি কীভাবে আমি ওয়ানডে ম্যাচে উন্নতি করতে পারব। মিডল অর্ডারে আমি এখনও ভালো রকমের কিছুই হতে চাই। আপনাকে শুধু শক্ত হয়ে বসতে হবে এবং সুযোগের অপেক্ষা করতে হবে। সবসময় তৈরি থাকতে হবে।'