‘বদলি’ ল্যাবুশেনের ৮০ রানে বৃথা গেল বাভুমার দুর্দান্ত সেঞ্চুরি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে কনস্টাসসহ তিন নতুন মুখ
১ এপ্রিল ২৫
ব্লুমফন্টেইনে সিরিজের প্রথম ওয়ানডেতে অসাধারণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন টেম্বা বাভুমা। সাউথ আফ্রিকাকে লড়াই করার মতো সংগ্রহও এনে দিয়েছিলেন তিনি। যদিও 'কনকাশন সাব' হয়ে মাঠে নামা মারনাস ল্যাবুশেনের অসাধারণ এক ইনিংসে ম্যাচটি তিন উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। একইসঙ্গে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে তারা।
টস হেরে ব্যাটিংয় নেমে ৪৯ ওভারে ২২২ রানে অলআউট হয় প্রোটিয়ারা। ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন বাভুমা। ওয়ানডেতে ইতিহাসের ১৩তম আর সাউথ আফ্রিকার দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে আদ্যন্ত ব্যাটিং করেন তিনি।
পুরো ইনিংসে ১৪২ বলে ১৪টি চার ও একটি ছক্কায় ১১৪ রানে অপরাজিত ছিলেন বাভুমা। পুরো ইনিংসে তাকে সেভাবে কেউই সঙ্গ দিতে পারেননি। কেবল মার্কো জানসেন ৪০ বলে ৩২ রান করে উইকেটে কিছুটা সময় দিয়েছিলেন তাকে।

অস্ট্রেলিয়ার হয়ে ৪১ রান খরচায় তিন উইকেট নেন জস হ্যাজেলউড। দুটি উইকেট নেন মার্কাস স্টইনিস। একটি করে উইকেট নেন শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, অ্যাডাম জাম্পা এবং ক্যামেরন গ্রিন।
ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ভারত
১৯ ঘন্টা আগে
বোলিং সহায়ক উইকেটে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। ১১. ১ ওভারে মাত্র ৭২ রান তুলতেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে তারা। ১১৩ রানে হারায় ৭ উইকেট। দলের প্রথম সাত ব্যাটারের মধ্যে সর্বোচ্চ ৩৩ রান আস ওপেনার ট্রাভিস হেডের ব্যাটে।
তবে এই অবস্থা থেকেও দলকে জেতান ল্যাবুশেন। অস্ট্রেলিয়ার একাদশে ছিলেন না তিনি। ক্যামেরন গ্রিনের মাথায় বল লাগলে তিনি মাঠের বাইরে চলে যান। ফলে 'কনকাশন সাব' হিসেবে মাঠে নামেন ল্যাবুশেন। উইকেটে আসার পর স্কোরবোর্ডে ৪১ রান যোগ করতেই আরও দুই সঙ্গীকে হারান তিনি।
তারপর অষ্টম উইকেট জুটিতে অ্যাস্টন অ্যাগারকে নিয়ে শুরু করেন লড়াই। অ্যাগারের সঙ্গে গড়েন অবিচ্ছিন্ন ১১২ রানের জুটি। অ্যাগার অপরাজিত ছিলেন ৬৯ বলে ৪৮ রান করে। আর বিশ্বকাপ স্কোয়াড থেকে ব্রাত্য ল্যাবুশেন করেন ৯৩ বলে আটটি চারে ৮০ রান।
ব্যক্তিগত ৬৬ রানে থাকা অবস্থায় অবশ্য একবার সাউথ আফ্রিকাকে সুযোগ দেন ল্যাবুশেন। অস্ট্রেলিয়ার রান তখন সাত উইকেটে ১৯১। কেশব মহারাজের বলে তাকে স্টাম্পিং করতে ব্যর্থ হন কুইন্টন ডি কক। সাউথ আফ্রিকার হয় ম্যাচে দুটি করে উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা এবং জেরার্ল্ড কোয়েতজে।