promotional_ad

২৬০ কোটি রুপিতে ইয়র্কশায়ারকে কিনতে চায় রাজস্থান রয়্যালস

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

রাজস্থানের নেতৃত্বে ফিরলেন স্যামসন

১৮ ঘন্টা আগে
বিসিসিআই

ফ্র্যাঞ্চাইজি লিগের চাপে খানিকটা পিষ্ট আন্তর্জাতিক ক্রিকেট। যেখানে সবচেয়ে বড় নিয়ামক হয়ে কাজ করেছে আইপিএল ও তার ফ্র্যাঞ্চাইজিরা। ভারতের বাইরে বিভিন্ন লিগেও দল কিনে নিজেদের দাপট অক্ষুণ্ণ রেখেছে তারা। ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), সাউথ আফ্রিকার এসএ টোয়েন্টিতে দল আছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের।


শুধু তাই নয় সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএলটি-২০) ও যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটেও (এমএলএস) আছে তাদের দল। আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা নতুন পালক হিসেবে যুক্ত করতে যাচ্ছে ইংলিশ কাউন্টিকে। ইংল্যান্ডের ইয়র্কশায়ার ক্লাব কিনতে মোটা অঙ্কের প্রস্তাব দিয়েছে আইপিএলের দল রাজস্থান রয়্যালস।



promotional_ad

পারিবারিক ঋণের কারণে বেশ বাজে সময় পার করছেন ইয়র্কশায়ারের সাবেক চেয়ারম্যান কলিন গ্রেভস। বর্তমানে তার ঋণের পরিমাণ ১৬ মিলিয়ন পাউন্ড। সেটা পরিশোধের জন্য ক্লাব বিক্রি করতে যাচ্ছেন গ্রেভস। কদিন আগে এমন খবর বেরিয়েছে ইংল্যান্ডের সংবাদমাধ্যমগুলোতে।


আরো পড়ুন

মুম্বাই ছেড়ে গোয়ায় জয়সাওয়াল

১৮ ঘন্টা আগে
লম্বা সময় মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফি খেলেছন যশস্বী জয়সাওয়াল

গত সপ্তাহে মেইল স্পোর্ট তাদের প্রতিবেদনে জানায়, ইয়র্কশায়ার সাবেক নিউক্যাসল মালিক মাইক অ্যাশলির কাছে ক্লাব বিক্রির কথা ভাবছেন তিনি। এর আগে অবশ্য আইপিএলের ফ্র্যাঞ্চাইজি এবং সৌদি যুবরাজ বদর বিন আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন ফারহান আল সৌদের কাছ থেকে অর্থ ধারের কথা ভেবেছিল তারা।


ইয়র্কশায়ারকে একটি মাধ্যমে ঋণ দিতে রাজি আছে রাজস্থান। যা পরবর্তীতে ক্লাবটির মালিকানা শেয়ার রূপান্তরিত হবে। প্রস্তাবটি ইয়র্কশায়ারের ম্যানেজমেন্ট চিন্তা করছে। এই মাসের শেষের দিকে বোর্ডের কাছে প্রস্তাবটি উপস্থাপন করা হবে। এরপর ক্লাবের সদস্যদের কাছে প্রস্তাবটি উপস্থাপন করবে।



সবশেষে তারা ভোটের মাধ্যমে সদস্যরা সিদ্ধান্ত নিবেন প্রস্তাবটি গ্রহণ করা হবে কিনা। যদি গ্রহণ করা হয় তাহলে রাজস্থান দল পরিচালনার জন্য তাদের নিজস্ব নির্বাহী নিয়োগ করতে চায়। এদিকে রাজস্থান পুরো ক্লাব নেয়ার কথাও ভাবছে। সেটির জন্য ২৫ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছে তারা। যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৬০ কোটি রুপি।


রাজস্থান ক্লাবটির সম্পূর্ণ কর্তৃত্ব চায়। সদস্যদের ক্লাব হিসেবে ১৬০ বছরের ইতিহাসের অবসান ঘটিয়ে ক্লাবটির সস্পূর্ণ নিয়ন্ত্রণ নেবে তারা। এমনটা হলে এটিই হবে প্রথম কাউন্টি ক্লাব যা আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি দ্বারা নিয়ন্ত্রিত হবে। যদিও এখন অবদি কোন কিছুই চূড়ান্ত নয়। এর আগে সিপিএল ও এসএ টোয়েন্টিতে দল কিনেছে রাজস্থান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball