২০২৪ আইপিএলে খেলতে চান স্টার্ক

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএল খেলতে ভারতে ফিরছেন না স্টার্ক, বিপাকে দিল্লি
১৬ মে ২৫
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অর্থের ঝনঝনানি থেকে নিজেদের দূরে রাখতে চাইবেন না কোনও ক্রিকেটারই। যদিও মাসখানেক আগে মিচেল স্টার্ক বলেছেন ভিন্ন কথা। আইপিএলের কাড়ি কাড়ি টাকার চাইতে ফিট ও ইনজুরিমুক্ত থেকে অস্ট্রেলিয়ার হয়ে একশ টেস্ট খেলাই গুরুত্বপূর্ণ ছিল তার কাছে। এবার অবশ্য সিদ্ধান্ত বদলালেন স্টার্ক। ২০২৪ সালের আইপিএলে খেলতে চান তিনি।
২০২৪ সালের জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। মূলত এই মেগা ইভেন্টের জন্য উপযুক্ত প্রস্তুতি সারতেই আইপিএলকে বেছে নেবেন স্টার্ক। এ কারণে পূর্বের করা মন্তব্য থেকে সরে এসেছেন তিনি। সামনের বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া খুব বেশি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে না।

স্টার্ক বলেন, 'দেখুন আট বছর হয়ে গেছে (আইপিএল না খেলার)। আমি অবশ্যই পরের বছর সেখানে (আইপিএল) যেতে চাই। অন্য সবকিছুর বাইরে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এটা বড় প্রস্তুতি হবে। আইপিএলে কেউ যদি আমার ওপর আগ্রহী হয় তাহলে এটা দারুণ সুযোগ। এরপরই টি-টোয়েন্টি বিশ্বকাপ।'
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ ম্যাচ জিতে প্রায় ৯ কোটি টাকা পেল বাংলাদেশ
১৫ মে ২৫
অনেক আগেই আইপিএল অভিষেক হয়ে গেছে স্টার্কের। ২০১৪ এবং ২০১৫ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছিলেন তিনি। এরপর ২০১৮ সালে কলকাতা নাইট রাইডার্স দলে ভেড়ায় তাকে। কলকাতার জার্সিতে অবশ্য মাঠেই নামা হয়নি স্টার্কের।
ডান পায়ের পেশিতে ব্যথার কারণে সেই আসরে আইপিএল খেলতে যাননি এই পেসার। না খেলেও পাওনা টাকা পেতে ২০১৯ সালে বিমা কোম্পানির বিরুদ্ধে মামলা করেছিলেন এই অস্ট্রেলিয়ান। সেই মামলা জেতার পর আর আইপিএলের ধারে কাছেও দেখা যায়নি স্টার্ককে।
সংক্ষিপ্ত ক্যারিয়ারের আইপিএলে মোটে ২৭ ম্যাচ খেলেছিলেন স্টার্ক। ৭.১৭ ইকোনমি রেটে ৩৪টি উইকেট নেন এই বাঁহাতি পেসার। সেরা বোলিং ফিগার ১৫ রানে চার উইকেট।