আমরা পাকিস্তানের পেস আক্রমণকে সহজ ভেবেছিলাম: পোথাস

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে পাকিস্তানে গেলেন বাংলাদেশের মেয়েরা
৩ এপ্রিল ২৫
পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে এশিয়া কাপে যাত্রা শুরু করল বাংলাদেশ। ব্যাটিং উইকেটে এমন ম্যাচ হারে হতাশ দলটির সহকারী কোচ নিক পোথাসও। এই ম্যাচে সঠিক সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নিতে ভুল করেছে বাংলাদেশ, এমনটাই দাবি তার। পাকিস্তানের বোলিং আক্রমণকে বাংলাদেশ কিছুটা সহজ ভেবেছিল, এমনটাও বিশ্বাস তার।
বিশেষ করে ব্যাটারদের উদ্দেশেই এমন মন্তব্য করেছেন পোথাস। ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে দশ ওভারের মধ্যেই চার উইকেট হারায় বাংলাদেশ। তারপর সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমের জুটিতে ঘুরে দাঁড়ালেও শেষটা ভালো করেনি তারা।

যার ফলে মাত্র ১৯৩ রানে গুঁটিয়ে যায় দলটি। পরে ইমাম উল হক এবং মোহাম্মদ রিজওয়ানের হাফ সেঞ্চুরিতে ৪০ ওভারের মধ্যেই সেই লক্ষ্য টপকে যায় পাকিস্তান। বাংলাদেশের সহকারী কোচের মূল হতাশা ব্যাটিংয়ে ঘিরে।
শেষ ওয়ানডেতেও ফেরা হচ্ছে না চ্যাপম্যানের
৩ ঘন্টা আগে
তিনি বলেন, 'আমাদের বোলিং আক্রমণ দারুণ করছে। আমরা যদি একটা ভালো পুঁজি গড়তে পারি তারা আমাদের জন্য কাজটা করে দেয়। গত বছর দেখা গেছে স্পিন আক্রমণ ও পেস আক্রমণ কতটা ভালো ছিল বাংলাদেশের। ব্যাটিংয়ের দিক থেকে আমি বলব আজ আমরা সিদ্ধান্ত নিতে ভুল করেছি। আমরা সম্ভ??ত ঠিক সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নিতে পারিনি। পালাবদলের মধ্য থাকা দলের জন্য এটা খুব চ্যালেঞ্জের।'
'টস জিতে ব্যাটিং করার মানে আমরা বড় রান করতে চেয়েছি। আমরা যেসব পথ বেছেছি তাতে (শট মারার) তাতে হয়ত ওদের পেস আক্রমণের বিপক্ষে তাতে সম্ভবত কাজটা কিছুটা সহজভাবে নিয়ে নিয়েছিলাম। আদর্শভাবে আমাদের আরও লম্বা সময় ব্যাট করা দরকার ছিল, রান আনা দরকার ছিল। কিন্তু এটাই খেলার ধরণ, এটাই টপ পেস আক্রমণের বিপক্ষে হয়ে যায়। এখান থেকে উন্নতির জায়গা আছে।'
এশিয়া কাপে এখনও দুটি ম্যাচ অবশিষ্ট আছে বাংলাদেশের। শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামবে দলটি। এরপর ১৫ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। এই দুটো ম্যাচে দলের কাছ থেকে ধারাবাহিকতার প্রত্যাশা করছেন পোথাস।
তিনি আরও বলেন, ''আমরা যেটার দিকে মুখিয়ে আছে সেটা হচ্ছে ধারাবাহিকতা। আমরা ক্যান্ডিতে ভালো ব্যাট করিনি, আবার লাহোরে আফগানিস্তানের বিপক্ষে খুব ভালো ব্যাট করেছি। আজ রাতে (গতকাল) আবার প্রয়োগ করতে পারিনি ব্যাটিংয়ে। আমরা নিজেদের জন্য সঠিক সমন্বয় খুঁজে বের করার চেষ্টা করছি। আমাদের দলটা পালাবদলের মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের কিছু ধারাবাহিকতা দরকার, এটাই আপাতত লক্ষ্য।'