বিপিএলে রংপুরের হয়ে খেলবেন বাবর

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শেষের ৬ ব্যাটারের ৩ রান, জেতা ম্যাচ হারল পাকিস্তান
২৯ মার্চ ২৫
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি থেকে মোটা অঙ্কের প্রস্তাব পেলেও সেখানে খেলবেন না বাবর আজম। ১৫ কোটি পাকিস্তানি রুপির প্রস্তাব ফিরিয়ে সেই সময় বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে পারেন তারকা এই ব্যাটার। কদিন আগে এমন খবর প্রকাশ করেছিল পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস নিউজ।
সত্যতা মিলতে যাচ্ছে তাদের প্রতিবেদনের। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের মৌসুমে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন বাবর আজম। বিদেশি ক্রিকেটার হিসেবে পাকিস্তানের অধিনায়কের সঙ্গে সরাসরি চুক্তির ইঙ্গিত দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

কদিন আগে সাকিব আল হাসানের সরাসরি চুক্তি করেছে রংপুর। ফলে ফরচুন বরিশাল ছেড়ে এবারের মৌসুমে রংপুরের হয়ে খেলবেন বাংলাদেশের অধিনায়ক। সাকিবকে চূড়ান্ত করার পর নতুন করে বিদেশি ক্রিকেটার নিয়ে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে ফ্র্যাঞ্চাইজিটি। যেখানে ক্রিকেটারের প্রতীকী ছবি ব্যবহার করে সমর্থকদের জন্য তিনটি ক্লু দেয়।
সকালে এসে রাসেলদের দুপুরে ম্যাচ খেলাকে আদর্শ মনে করেন না আশরাফুল
৩ ফেব্রুয়ারি ২৫
প্রথম ক্লুতে বলা হয়েছে তারা এমন একজন ক্রিকেটারের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে তার অভিষেক হয়েছে ২০১৫ সালে। সেই বছর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় বাবরের। দ্বিতীয় ক্লুতে বলা হয়েছে সে একমাত্র ক্রিকেটার যে নিজের প্রথম ১০০ ইনিংসে ৫ হাজারের বেশি রান করেছেন।
মূলত কদিন আগে হাশিম আমলাকে ছাড়িয়ে প্রথম ১০০ ইনিংসে সবচেয়ে বেশি রান করার কীর্তি গড়েছেন পাকিস্তানের অধিনায়ক। তৃতীয় ও শেষ ক্লুতে বলা ছিল সে বর্তমানে ওয়ানডে র্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা দলের অধিনায়ক। বর্তমানে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে আছে পাকিস্তান।
দলটির হয়ে শুধু ওয়ানডে হয় তিন সংস্করণেই অধিনায়কত্ব করছেন বাবর। তিনটি ক্লু মিলিয়ে দেখা যায় বাবরের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে রংপুর। বিপিএলের পুরো মৌসুমই খেলার কথা রয়েছে বাবরের। এর আগে ২০১৭ সালে সিলেট সিক্সার্সের হয়ে বিপিএল খেলার অভিজ্ঞতা আছে তার।