ভারত কি পাকিস্তানের বিপক্ষে খেলতে ভয় পাচ্ছে, প্রশ্ন নাজামের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মুম্বাই ছেড়ে গোয়ায় জয়সাওয়াল
৩ এপ্রিল ২৫
চলতি এশিয়া কাপে ভারত-পাকিস্তানের মতো হাই ভোল্টেজ ম্যাচের ফলাফল বৃষ্টির কারণে আসেনি। আবহাওয়া বলছে টুর্নামেন্ট জুড়েই থাকবে বৃষ্টির বাগড়া। ফলে আয়োজক পাকিস্তান প্রস্তাব দেয় ম্যাচগুলো কলম্বো থেকে হাম্বানটোটায় স্থানান্তর করার। সাবেক পিসিবি প্রধান নাজাম শেঠির দাবি, এই প্রস্তাবে রাজি হয়েও ঘণ্টা খানেক পর সিদ্ধান্ত পরিবর্তন করেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও ভারতের ক্রিকেট বোর্ড।
হঠাত এমন সিদ্ধান্ত পরিবর্তনে চটেছেন নাজাম। নিজের এক্স (টুইটার) ভেরিফাইড একাউন্ট থেকে ক্ষোভ প্রকাশ করেন তিনি। সেখানে বৃষ্টির পূর্ভাবাসের ছবি দিয়ে তিনি মন্তব্য করেন ভেন্যু পরিবর্তনে রাজি হয়েও তারা সিদ্ধান্ত পরিবর্তন করেছে।

নিজের এক্স একাউন্টে নাজাম বলেন, 'বিসিসিআই/এসিসি আজ পিসিবিকে জানিয়েছে যে বৃষ্টির পূর্বাভাসের কারণে তারা পরবর্তী ভারত-পাক ম্যাচ কলম্বো থেকে হাম্বানটোটায় স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্ত এক ঘণ্টার মধ্যেই তারা সিদ্ধান্ত পরিবর্তন করে কলম্বোকে ভেন্যু ঘোষণা করে। কি হচ্ছে?'
শেষ ওয়ানডেতেও ফেরা হচ্ছে না চ্যাপম্যানের
৩ ঘন্টা আগে
সূচি অনুযায়ী এশিয়া কাপের ১৩ ম্যাচের মধ্যে ৯টি হওয়ার কথা শ্রীলঙ্কায়। এর মধ্যে ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ফাইনাল ম্যাচটি সহ ৬টি ম্যাচের সূচি রাখা হয়েছে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত সেপ্টেম্বর মাসে ছেলেদের পাঁচটি টি-টোয়েন্টি এবং চারটি ওয়ানডে ম্যাচ হয়েছে। এর মধ্যে দুটি ম্যাচ বৃষ্টি-বাধায় পড়েছে। যদিও ফলাফল এসেছে সব ম্যাচের।
অবশ্য এবারের সেপ্টেম্বর শ্রীলঙ্কার জ??্য অনেকটাই ভিন্ন। কলম্বোয় গত কয়েক দিনে এতটাই ভারি বর্ষণ হয়েছে যে, শহরের উত্তর অংশে রীতিমতো বন্যা হয়েছে। প্রেমাদাসা স্টেডিয়ামটিও কলম্বোর উত্তরে অবস্থিত। তবে এসিসি এবং বিসিসিআই সুপার ফোর এবং ফাইনাল ম্যাচের জন্য কলম্বোতেই আস্থা রাখছে।
টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচটি পাকিস্তানের বিপক্ষে ভারতের টপ অর্ডার ব্যাটাররা দাড়াতেই পারেনি। দলীয় ৫০ রানের আগেই তিন উইকেট হারিয়ে বসে ভারত। অলআউট হয় ২৬৬ রানের। সেই ম্যাচটি টেনে নিয়ে নাজাম বলেন, 'ভারত কি তাহলে পাকিস্তানের বিপক্ষে খেলতে এবং হারতে ভয় পাচ্ছে? বৃষ্টির পূর্বাভাস দেখুন!'