promotional_ad

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেফতার লঙ্কান ক্রিকেটার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

২৮ রানে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ হার

১৪ ফেব্রুয়ারি ২৫
স্টিভ স্মিথকে আউট করে ওয়ানিন্দু হাসারাঙ্গার উল্লাস

ফিক্সিংয়ের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন আগেই। বুধবার সেই অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার হয়েছেন লঙ্কান সাবেক ক্রিকেটার সুচিত্রা সেনানায়েকে। এদিন আদালতে তিনি আত্মসমর্পন করেছেন। তখনই তাকে গ্রেফতার করেছে স্পোর্টস করাপশন ইনভেস্টিগেশন ইউনিট।


সপ্তাহ তিনেক আগেই আদালতের নির্দেশে সেনানায়েকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। ২০২০ সালে লঙ্কা প্রিমিয়ার লিগে ম্যাচ ফিক্সিং করেছিলেন বলে অভিযোগ রয়েছে। সেই সঙ্গে আরও দুজন ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি।



promotional_ad

গত বছরের অক্টোবরে শ্রীলঙ্কার মেজর লিগ টুর্নামেন্টে সেনানায়েকে সর্বশেষ খেলেছেন শ্রীলঙ্কা নেভি স্পোর্টস ক্লাবের হয়ে। সেনানায়েকে শ্রীলঙ্কার হয়ে একটি টেস্ট, ৪৯টি ওয়ানডে ও ২৪টি টি-টোয়েন্টি খেলেছেন। তিন ফরম্যাট মিলিয়ে তার নামের পাশে রয়েছে ৭৮ উইকেট।


২০১২ সালে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সেনানায়েকের। এরপর ২০১৬ সালে তিনি সর্বশেষ শ্রীলঙ্কার হয়ে খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে শুরুটা দুর্দান্ত ছিল লঙ্কান এই অফ স্পিনারের। যদিও বেশিদিন আন্তর্জাতিক অঙ্গনে টিকতে পারেননি তিনি।


প্রতিভার কারণে ২০১৩ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম থেকে ৬ লাখ মার্কিন ডলারে তাকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেই আসরে ৮ ম্যাচে ৯ উইকেট নিয়ে ভালো শুরু করেছিলেন তিনি। তবে এরপর আর সুযোগ পাননি তিনি।



এদিকে সেনানায়েকের বিরুদ্ধে তদন্তের জন্য অ্যাটর্নি জেনারেলের বিভাগীয় দফতরকে নির্দেশ দেয়া হয়েছে শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রকের স্পেশ্যাল ইনভেস্টিগেশন ইউনিটের পক্ষ থেকে। শ্রীলঙ্কার ক্রিকেটে ফিক্সিং নতুন কিছু নয়। চামারা সিলভা, দিলহারা লুকুহেতিগের মতো ক্রিকেটার ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হয়ে লম্বা সময়ের জন্য নিষিদ্ধ হয়েছিলেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball