বিশ্বকাপে ওয়ার্নারকেই ওপেনিংয়ে চান মার্শ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পিএসএলে লিটনদের অধিনায়ক ওয়ার্নার
২৪ মার্চ ২৫
সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন মিচেল মার্শ। তার ব্যাটিং মুগ্ধ হয়ে অজিদের ভারপ্রাপ্ত হেড কোচ মাইকেল ডি ভেনুতো বলেছিলেন বিশ্বকাপে মার্শকে ওপেনিংয়ে দেখতে চান তিনি। তবে ওপেনিংয়ে মার্শের পছন্দ সেই ডেভিড ওয়ার্নারই। একইসঙ্গে বিশ্বকাপে মিডল অর্ডারে ব্যাটিং করার কথা জানিয়েছেন মার্শ।
অস্ট্রেলিয়ার হয়ে নেতৃত্বের অভিষেক দারুণভাবে করেছিলেন মার্শ। দলের হয়ে তিন নম্বরে ব্যাট করতে নেমে সিরিজ জুড়ে রানের বন্যায় ভাসিয়েছেন দলকে। তিন ম্যাচে ৬২ গড়ে করেছেন ১৮৬ রান। তার এমন বিধ্বংসী ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছিলেন অজিদের ভারপ্রাপ্ত হেড কোচ ডি ভেনুতো।

অজি কোচের মতে দলে ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেডরা থাকা সত্ত্বেও প্রোটিয়াদের বিপক্ষে তিন নম্বরে ব্যাটিং করা মার্শকে বিশ্বকাপে অজিদের বিকল্প ওপেনার হিসেবে দেখছেন তিনি। তার মতে ওপেনার হিসেবে ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেডদের মতোই মার্শ।
অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে কনস্টাসসহ তিন নতুন মুখ
১ এপ্রিল ২৫
ডি ভেনুতো বলেন, 'আপনি বিশ্বকাপের দিকে দেখুন ডেভিড ওয়ার্নার দলে ফিরে আসছে। মিচেল মার্শ, ট্রাভিস হেড তারা সকলই সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছে। তারা সকলেই বিশ্বকাপে ওপেনিং করার জন্য এগিয়ে থাকবেন। আজ রাতে (সোমবার) ট্রেভে (হেড) সত্যিই ভালো ছিল। সে (ক্রিজে) স্থির থেকে বল বেশ ভালো খেলেছে। সে মাঠের চারপাশেই শট খেলতে পারে।'
অবশ্য সিরিজ জুড়ে তিন নম্বরে পজিশনে বিধ্বংসী ব্যাটিং করা মার্শ চান মিডল অর্ডারেই খেলতে। তার মতে ওয়ার্নার ওয়ানডে ক্রিকেটের সর্বকালের সেরাদের একজন। যিনি তিন ফর্মেটেই অজিদের হয়ে ওপেনিং করেন। এছাড়াও দলে যেহেতু ট্র্যাভিস হেড রয়েছে তাই তিনি মিডল অর্ডার নিয়েই চিন্তা করছেন।
মার্শ বলেন, 'আমি মিডল অর্ডারে ব্যাট করার আশা করছি। আমাদের কাছে (দলে) হেড এবং অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা তিন ফরম্যাটের খেলোয়াড় (ওয়ার্নার আছে) আছে। তাই আমি সাহস নিয়েই বলতে পারি যে যে আমি সম্ভবত (ওপেনিংয়ে) ব্যাটিং শুরু করব না।'