বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে কনস্টাসসহ তিন নতুন মুখ
১ এপ্রিল ২৫
বিশ্বকাপের জন্য আগেই ১৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে অস্ট্রেলিয়া। এবার ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে দলটি। অ্যারন হার্ডি, নাথান এলিস, তানভির সাঙ্ঘাকে বাদ দিয়েই বিশ্বকাপে যাচ্ছে দলটি।
ধারণা করা হচ্ছিলো, অস্ট্রেলিয়ার বিশ্বকাপ যাত্রায় থাকবেন টিম ডেভিডও। কিন্তু সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রথমবারের মতো ডাক পাওয়া এই হার্ড-হিটার ব্যাটারকে বিশ্বকাপের জন্য বিবেচনা করছে না অজিরা।

দলে বিকল্প পেসারের জায়গায় এলিসের চাইতে শন অ্যাবটকেই বেশি গুরুত্ব দিয়েছে অস্ট্রেলিয়া। অনুমিতভাবেই বিশ্বকাপ দলে নেই অলরাউন্ডার হার্ডি। অবশ্য বিশ্বকাপ স্কোয়াডে জোরালভাবেই বিবেচনা করা হচ্ছিল তরুণ স্পিনার সাঙ্ঘাকে।
ভারতের কন্ডিশনে সাঙ্ঘা ভালো করবেন, এমনটাই মনে করা হচ্ছিল। তবে শেষ মুহূর্তে দুই অভিজ্ঞ স্পিনার অ্যাস্টন অ্যাগার এবং অ্যাডাম জাম্পাকে দলে রেখেছে অস্ট্রেলিয়া। দলের বিশেষজ্ঞ উইকেটরক্ষক হিসেবে অ্যালেক্স ক্যারি তো আছেনই, সাথে আছেন জস ইংলিসও।
অস্ট্রেলিয়া দলে কয়েকজনের ইনজুরির শঙ্কা থাকলেও সেটা উড়িয়ে দেন প্রধান নির্বাচক জর্জ বেইলি, 'কামিন্স, স্মিথ, স্টার্ক এবং ম্যাক্সওয়েল ঠিক পথেই আছে। সবাই আগামী সপ্তাহের মধ্যেই ফিরে আসবে এবং ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্যেও তাদের দলে রাখা হয়েছে।'
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ, অ্যালেক্স ক্যারি, জস ইংলিস, শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, ক্যামেরন গ্রিন, জস হ্যাজেলউড, ট্রাভিস হেড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক।