রংপুর রাইডার্সে সাকিব

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চিটাগংয়ের কাছে এখনও ৫০ শতাংশ পারিশ্রমিক পাওনা শরিফুল-ইমনদের
১৪ মার্চ ২৫
জানুয়ারিতে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসর। এই টুর্নামেন্টকে সামনে রেখে সেপ্টেম্বরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএলের ড্রাফট। যদিও ফ্র্যাঞ্চাইজিগুলো ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমে তারকা ক্রিকেটারদের দলে ভিড়িয়ে চমকে দিচ্ছে।
বিপিএলের সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স আগামী আসরের জন্য সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে। নিজেদের ফেসবুক পেজে এক ভিডিওতে সাকিবকে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদিক।

তিনি বলেছেন, 'আমি অত্যান্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সাকিব আল হাসান এবারের বিপিএলে রংপুর রাইডার্সের সাথেই থাকবে। ২০১৯ সালে আমরা একবার সাকিব আল হাসানকে সাইন করিয়েছিলাম। দুর্ভাগ্যবসত সে বছর বিপিএল অনুষ্ঠিত হয়নি। গত তিন চার বছর ধরেই আমাদের ইচ্ছে ছিল সাকিব রংপুরে খেলবে। রংপুর সাকিবকে খেলাবে। এবার ইনশাল্লাহ সেই স্বপ্নটা বাস্তবায়িত হবে।'
সকালে এসে রাসেলদের দুপুরে ম্যাচ খেলাকে আদর্শ মনে করেন না আশরাফুল
৩ ফেব্রুয়ারি ২৫
এরই মধ্যে নিজেদের রিটেনশন তালিকাও প্রস্তুত করেছে বিপিএলের অন্যতম সফল এই দলটি। শেখ মেহেদী হাসানের সঙ্গে নুরুল হাসান সোহান ও হাসান মাহমুদকে এবারের আসরের জন্য রেখে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। দলটির শীর্ষ কর্মকর্তা ইশতিয়াক জানিয়েছেন এবার শিরোপা উদ্ধার করতে বদ্ধ পরিকর তারা।
এ প্রসঙ্গে তিনি বলেন, 'সাকিব আল হাসান ছাড়াও আমাদের তিনজন রিটেনশনের মধ্যে রয়েছেন শেখ মেহেদী, নুরুল হাসান সোহান ও হাসান মাহমুদ। আমরা এ বছর বেশ কিছু নামিদামি তারকাকে সাইন করিয়েছি। কারণ আমরা এবার বদ্ধ পরিকর শিরোপা পুনরুদ্ধার করবো।'