পাকিস্তানের ব্যাটিং বিশ্বসেরা, তাদের আটকাতে চাই: তাসকিন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপ সেপ্টেম্বরে, ভারত-পাকিস্তান লড়াই দেখা যেতে পারে ৩ বার
২৭ ফেব্রুয়ারি ২৫
প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হারলেও আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিয়েছে টাইগাররা। বুধবার তারা পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে। মাঠে নামার আগে টাইগার পেসার তাসকিন আহমেদ জানিয়েছেন পাকিস্তানের ব্যাটিং লাইনআপ বিশ্বমানের হলেও তাদের দ্রুত আটকাতে চান তারা।
এশিয়া কাপের আগেই ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ উঠেছে পাকিস্তান। এদিকে ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা ব্যাটার বাবর। ইমাম উল হক আছেন তিন নম্বরে। এমন ব্যাটিং লাইনআপকে সমীহই করছেন তাসকিন। তবে জানালেন তাদের বিপক্ষেও আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।

এ প্রসঙ্গে তাসকিন বলেন, 'এরকম উইকেটে আসলে বোলারদের মার্জিন অনেক ছোট থাকে। একটু এদিক-ওদিক হলে সেটা বাউন্ডারি হওয়ার চান্স বেশি থাকে। অনেক একুরেট বল করতে হয় ভেরিয়েশনের সঙ্গে। পাকিস্তানের ব্যাটিং পৃথিবীর অন্যতম সেরা। সহজ হবে না। কিন্তু আমাদের প্রতি বিশ্বাস আছি যদি সেরা বোলিংটা করতে পারি একটা ভালো টোটালে আটকাতে পারবো।'
শেষ ওয়ানডেতেও ফেরা হচ্ছে না চ্যাপম্যানের
৮ ঘন্টা আগে
লাহোরে বইছে দাবদাহ। ফলে এই গরমের মধ্যে খেলা যেকোনো দলের জন্যই চ্যালেঞ্জিং। তাসকিনও মনে করেন এই কন্ডিশনে খেলা কঠিন হবে। আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে খেলার সময় বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার ক্র্যাম্পে পড়েছেন। এর মধ্যে নাজমুল হোসেন শান্ত এশিয়া কাপ থেকেই ছিটকে গেছেন। তাই এমন কন্ডিশনে নিজেদের সুস্থ রেখে খেলাই লক্ষ্য বাংলাদেশের ক্রিকেটারদের।
তাসকিনের ভাষ্য, 'না আসলে শুধু পেস বোলারদের জন্য না। যে কারো জন্যই এই কন্ডিশনে ক্রিকেট খেলাটা বেশ কঠিন। তাও যেহেতু এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে । সেক্ষেত্রে আমারা আমাদের রিকোভারিতে বেশি খেয়াল রাখছি। একই সঙ্গে টিমের ফিজিও-ট্রেনার তারাও আমাদের অনেক সাহায্য করছে। আমরা আমাদের নিজেদের যথেষ্ট টেক কেয়ার করার চেষ্টা করেছি যেন আমরা সবাই সুস্থ থেকে খেলতে পারি। অবশ্যই চ্যালেঞ্জিং তাও এর মধ্যেই সেরাটা খেলতে হবে।'
পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে দুদিনের বিশ্রাম পেয়েছে বাংলাদেশ দল। দুদিন কোনো অনুশীলন করেননি টাইগার ক্রিকেটাররা। সুপার ফোরে বাংলাদেশের তিনটি ম্যাচ। ফাইনালে যেতে পারলে আরও একটি। এরপর দুই মধ্যেই দেশে ফিরে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলবে বাংলাদেশ। তাসকিন মনে করেন এই বিরতিটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল।
তিনি বলেন, 'এই ব্রেকটা আসলে দেয়াতে ভালো হয়েছে। কারণ আমাদের সামনে অনেক খেলা। সেকেন্ড রাউন্ডের তিনটা ম্যাচ, এর মধ্যে ট্রাভলিং আছে সামনে হোম সিরিজ প্লাস বিশ্বকাপ। লম্বা সময় সামনে খেলা আছে। এজন্য আমাদের মানসিক ও শারিরীক দুটারই বিশ্রামের দরকার আছে। এ ব্রেকে আমরা কিছু টিম বন্ডিং এক্টিভিটিস করেছি। যে যার মতো জিম, রিহ্যাব সবকিছু করেছি। ওভার অল একটা ভালো রিকোভারি হয়েছে, যেটা দরকার ছিল। আশা করছি সামনের ম্যাচেও ভালো হবে।'