ভারতের বিশ্বকাপ দলে রাহুল-শার্দুল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট
৬ ফেব্রুয়ারি ২৫
পূর্বঘোষিত সময় অনুযায়ী বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। দলে বিশেষজ্ঞ পেসার আছেন তিনজন। দলে জায়গা পাননি প্রসিধ কৃষ্ণা এবং তিলক ভার্মা। নেই সাঞ্জু স্যামসনও। এই উইকেটরক্ষক ব্যাটারকে অতিরক্ত ক্রিকেটার হিসেবে এশিয়া কাপের দলে নেয়া হয়েছিল।
এ ছাড়া যুবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিনরা প্রত্যাশিতভাবেই বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাননি। দলে ফিরেছেন সদ্যই ইনজুরি থেকে সেরে ওঠা লোকেশ রাহুল। দলে আছেন পেস বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুরও। রাহুলের সঙ্গে ভারতীয় দলে উইকেটরক্ষক হিসেবে আছেন ইশান কিশান।
এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ৮২ রানের ইনিংস খেলেছেন কিশান। এমন পারফরম্যান্সের পর ভারতীয় দলে জায়গা ধরে রাখা শুধু সময়ের ব্যাপার ছিল তাঁর জন্য। যদিও ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। তবে কিশানের পারফরম্যান্স নজর কেড়েছে সবার।

টপ অর্ডারে খেলার অভিজ্ঞতা থাকলেও কিশানকে মিডল অর্ডারের বিবেচনায় বিশ্বকাপ দলে নেয়া হয়েছে। ওয়ানডেতে ২৪ ইনিংসে মাত্র ২৪.২২ গড়ে ব্যাটিং করলেও বিশ্বকাপ দলে নেয়া হয়েছে আরেক মিডল অর্ডার ব্যাটার সূর্যকুমার যাদবকে।
মুম্বাই ছেড়ে গোয়ায় জয়সাওয়াল
৩ এপ্রিল ২৫
এদিকে রাহুল লম্বা বিরতির পর সরাসরি বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন। তিনি ভারতের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছেন চলতি বছরের মার্চে। এরপর আইপিএলে চোট পাওয়ার পর গত মে মাসে অস্ত্রোপচার করাতে হয়েছিল তাকে।
এরপর এশিয়া কাপের স্কোয়াডে থাকলেও খেলতে পারছেন না নিগেলের কারণে। যদিও রাহুলের শারীরিক অবস্থার উন্নতি নিয়ে বেশ সন্তুষ্ট ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। তিনি এখনও ভারতেই অবস্থান করছেন তিনি ভারতের ন্যাশনাল অ্যাকাডেমীতে ফিজিও নিতিন প্যাটেলের সঙ্গে নিজের ফিটনেস নিয়ে কাজ করছেন।
বিশ্বকাপে ভারতের বোলিং আক্রমণের নেতৃত্ব দিতে দেখা যাবে জসপ্রীত বুমরাহকে। তার সঙ্গে থাকবেন মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি ও শার্দুল। স্পিন আক্রমণে দেখা যাবে চায়নাম্যান কুলদীপ যাদবকে। তার সঙ্গে থাকবেন অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা।
ভারতের বিশ্বকাপ স্কোয়াড-
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ইশান কিশান, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি এবং মোহাম্মদ সিরাজ।