শান্তর এশিয়া কাপ শেষ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সেঞ্চুরির পর শান্তর স্বস্তি
১৮ মার্চ ২৫
এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন নাজমুল হোসেন শান্ত। এক বিবৃতিতে তার ছিটকে যাওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে পাকিস্তান এবং শ্রীলঙ্কার মাটিতে খেলা হচ্ছে না তার।
এবারের এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে ছিলেন শান্ত। আসরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৯ রানের ইনিংস খেলেন তিনি। যদিও সেই ম্যাচ হারে বাংলাদেশ। তারপরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেন শান্ত।

সেই ম্যাচে শান্তর সঙ্গে সেঞ্চুরি করেন মেহেদি হাসান মিরাজও। এই দুজনের সেঞ্চুরিতে ম্যাচটি জিতে সুপার ফোর নিশ্চিত করে বাংলাদেশ। যদিও গাণিতিক কিছু সমীকরণে এখনও বাদ পড়ে যেতে পারে দলটি। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিতেই ইনজুরিতে পড়েন তিনি।
বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে পাকিস্তানে গেলেন বাংলাদেশের মেয়েরা
৩ এপ্রিল ২৫
বিসিবির পাঠানো বিবৃতিতে শান্তর ইনজুরি প্রসঙ্গে বিসিবির ফিজিও বায়জিদ ইসলাম বলেন, 'দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সময়ই শান্ত হ্যামস্ট্রিংয়ের কথা জানায়। এরপর সে ফিল্ডিংও করতে পারেনি। আমরা তার এমআরআই করিয়েছি। তার পেশিতে ফাটল আছে। শান্ত এশিয়া কাপে আর খেলছে না, সে দেশে ফিরে গিয়ে পুনর্বাসন শুরু করবে এবং বিশ্বকাপের প্রস্তুতি নেবে।'
এশিয়া কাপে বাংলাদেশ দলে ইনজুরির হানা নতুন কিছু নয়। জ্বরের কারণে এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে খেলতে পারেননি লিটন দাস। জ্বর পুরোপুরি সেরে যাওয়ার পর দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।
এর আগেই অবশ্য তার বদলে এনামুল হক বিজয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইনজুরির কারণে এশিয়া কাপে খেলতে পারেননি ইবাদত হোসেনও। তার বদলে এশিয়া কাপের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা তানজিম সাকিবকে।