পাকিস্তানের আতিথেয়তায় মুগ্ধ বিসিসিআই সভাপতি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শেষ ওয়ানডেতেও ফেরা হচ্ছে না চ্যাপম্যানের
৮ ঘন্টা আগে
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আমন্ত্রণে দেশটিতে সফরে গেছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি রজার বিনি এবং ভাইস প্রেসিডেন্ট রাজিব শুক্লা। সোমবার পিসিবির আয়োজিত নৈশভোজেও অবস্থান করেছেন তারা। আতিথেয়তার কারণে পিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন বিনি।
গত ২ সেপ্টেম্বর শ্রীলঙ্কার ক্যান্ডিতে ভারত-পাকিস্তান ম্যাচ দেখেন বিনি-শুক্লারা। এরপরই তারা ভারতে ফিরে যান। সেখান থেকে ৪ সেপ্টেম্বর বিনি ও শুক্লা আটারি-ওয়াগাহ সীমান্ত দিয়ে পাকিস্তানের লাহোরে পৌঁছান।

গতরাতে পিসিবি আয়োজিত নৈশভোজে বিনি বলেন, 'আজ রাতের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) আমি সাধুবাদ জানাই। বিসিসিআই এবং ভারতের মানুষদের কাছ থেকে আমি তাদের জন্য ভালোবাসা নিয়ে গিয়েছি। ভারত-পাকিস্তানের ম্যাচগুলো খুবই ঐতিহাসিক হয়। এই দুই দল যখন খেলে সব স্থবির হয়ে যায়।'
'মানুষজন কাজ করে না। রাস্তা খালি পড়ে থাকে। সবাই টিভির সামনে দাঁড়িয়ে খেলা দেখে। ভারত- পাকিস্তানের ম্যাচ এতোটাই বড়। পিসিবিকে আথিতেয়তার জন্য ধন্যবাদ। আজ বিকেলে আমরা সীমানা অতিক্রম করতে পেরেছি। এটা দারুণ অভিজ্ঞতা ছিল।'
খেলোয়াড়ি জীবনে বেশ কয়েকবার পাকিস্তান গেছেন বিনি। তবে বিসিসিআই সভাপতি হিসেবে এবারই প্রথম পাকিস্তানে গেছেন তিনি। আর শুক্লা এর আগে বিসিসিআইয়ের কর্মকর্তা হিসেবে পাকিস্তান গেছেন। ২০০৪ সালে ভারতীয় দলের সফর সঙ্গী ছিলেন তিনি।
পাকিস্তানে এর আগে এশিয়া কাপ হয়েছিল ২০০৮ সালে। সেই সময় বিসিসিআই সভাপতি ছিলেন শারদ পাওয়ার। সেই সময়ই সর্বশেষ পাকিস্তান সফরে গিয়েছিলেন বিসিসিআই কর্মকর্তারা। ২০০৮ সালের জুন-জুলাইয়ে ছিল এশিয়া কাপ। এর পাঁচ মাস পরেই মুম্বাই হামলার পর থেকে দুই দেশের সম্পর্কের অবনতি হয়।