কলম্বো থেকে হাম্বানটোটায় সরে যেতে পারে এশিয়া কাপ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপ সেপ্টেম্বরে, ভারত-পাকিস্তান লড়াই দেখা যেতে পারে ৩ বার
২৭ ফেব্রুয়ারি ২৫
বৃষ্টির কথা মাথায় রেখে এশিয়া কাপে ভেন্যু পরিবর্তনের চিন্তাভাবনা করছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। জনপ্রিয় গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, এশিয়া কাপের নতুন ভেন্যু হতে পারে হাম্বানটোটা।
হাম্বানটোটা স্টেডিয়ামটি অবস্থিত শহরের দক্ষিণে। মূল শহর থেকে কিছুটা দূরে দলেও সেখানটায় বৃষ্টির প্রকোপ কম। আর তাই সেখানেই এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচগুলো স্থানান্তর করার চেষ্টা করছে আয়োজকরা।
শ্রীলঙ্কায় সাধারণত অক্টোবর মাসে বর্ষাকাল শুরু হলেও বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাবে এবার আগস্ট- সেপ্টেম্বরে এই মৌসুম শুরু হয়েছে। এর কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এশিয়া কাপ। ইতোমধ্যেই ভারত-পাকিস্তানের হাই-ভোল্টেজ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।

মূলত এই টুর্নামেন্টের সবচেয়ে বড় বিজ্ঞাপন ভারত–পাকিস্তান ম্যাচটি বাতিল হতেই টনক নড়ে এসিসির। এর আগে শ্রীলঙ্কার আবহাওয়ার খবরটি জানলেও রীতিমতো বাধ্য হয়েই তাদের আয়োজক করতে বাধ্য হয় এসিসি।
২৮ রানে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ হার
১৪ ফেব্রুয়ারি ২৫
সূচি অনুযায়ী এশিয়া কাপের ১৩ ম্যাচের মধ্যে ৯টি হওয়ার কথা শ্রীলঙ্কায়। এর মধ্যে ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ফাইনাল ম্যাচটি সহ ৬টি ম্যাচের সূচি রাখা হয়েছে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত সেপ্টেম্বর মাসে ছেলেদের পাঁচটি টি-টোয়েন্টি এবং চারটি ওয়ানডে ম্যাচ হয়েছে। এর মধ্যে দুটি ম্যাচ বৃষ্টি-বাধায় পড়েছে। যদিও ফলাফল এসেছে সব ম্যাচের।
তবে এবারের সেপ্টেম্বর শ্রীলঙ্কার জন্য অনেকটাই আলাদা। কলম্বোয় গত কয়েক দিনে এতটাই ভারি বর্ষণ হয়েছে যে, শহরের উত্তর অংশে রীতিমতো বন্যা হয়েছে। প্রেমাদাসা স্টেডিয়ামটিও কলম্বোর উত্তরে অবস্থিত।
কলম্বোতে অশনি সংকেত দিচ্ছে আবহাওয়ার পূর্বাভাসও। সেখান থেকে জানা গেছে, কলম্বোয় আরও দুই সপ্তাহ একটানা বৃষ্টি হবে। আর এমনটা হলে ফাইনাল তো দূরের কথা, সুপার ফোরের ম্যাচগুলোও পণ্ড হয়ে যাবে।
একইসঙ্গে বড় রকমের আর্থিক ক্ষতির মুখে পড়বে এসিসি ও প্রধান সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টস। এ কারণে ভেন্যু বদলানোর ব্যাপারে দুই পক্ষই আলোচনায় বসেছে। এমনকি দুই স্বাগতিক দেশের ক্রিকেট বোর্ডও এতে সম্মতি জানিয়েছে।