হৃদয়কে মনোযোগ বাড়ানোর পরামর্শ আকরামের
.jpg)
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপ সেপ্টেম্বরে, ভারত-পাকিস্তান লড়াই দেখা যেতে পারে ৩ বার
২৭ ফেব্রুয়ারি ২৫
এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে বাংলাদেশ জিতেছে ৮৯ রানে। এই ম্যাচে ওপেনিংয়ে নেমে ১১২ রানের ইনিংস খেলেছেন মেহেদী হাসান মিরাজ। যদিও সুপার ফোরের ম্যাচের আগে দেশ থেকে উড়িয়ে নেয়া হচ্ছে নিয়মিত ওপেনার লিটন দাসকে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান জানিয়েছেন, লিটন অটোচয়েজ হিসেবেই খেলবেন। যদিও কারো খেলা বা না খেলার বিষয়টি ম্যানেজমেন্টের ওপর ছেড়ে দিয়েছেন তিনি। মিরাজের দারুণ ব্যাটিংয়ের প্রশংসাও করেছেন তিনি।
ক্যান্ডিতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আকরাম বলেছেন, 'লিটন তো অটোচয়েজ। সে তো খেলবেই। টিম ম্যানেজমেন্ট আছে তারা চিন্তা করবেন কাকে খেলাবেন। মিরাজ তো ভালো করেছে।'

মিরাজ এবং নাজমুল হোসেন শান্ত দারুণ খেললেও এদিন ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন তাওহীদ হৃদয়। তরুণ এই ব্যাটার ২ বল খেলে শূন্যরানে ফিরেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচেও ২০ রান। করে ফিরেছেন এই ব্যাটার। তবুও তার প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়েছেন বিসিবির এই কর্মকর্তা। সামনের ম্যাচগুলোতে তাকে মনোযোগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন আকরাম।
ইবাদতের আগুনে বোলিংয়ের পর মিরাজ-হৃদয়ের ব্যাটে মোহামেডানের জয়
১৩ ঘন্টা আগে
তিনি বলেন, 'একটা দুইটা তিনটা ম্যাচে খারাপ হতেই পারে। দুইটা ম্যাচে রান করলে ভালো হতো ওর জন্য এবং দলের জন্য। যত ম্যাচ খেলবে তত কঠিন বোলার সে পাবে। মনোযোগটা আরও বাড়াতে হবে। ও ভালো প্লেয়ার ভালো পারফর্ম করেছে। আশা করি সামনেও ভালো করবে।'
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। যদিও আরেকটু ভালো খেললে এই ম্যাচেও জয়ের সুযোগ ছিল বলে বিশ্বাস আকরামের। এক সময় বাংলাদেশ দলের দুর্বলতা ছিল ফিল্ডিং ও বোলিং। বাংলাদেশ এখন বোলিং ও ফিল্ডিংয়ে অনেক উন্নতি করেছে বলে জানালেন তিনি।
আকরামের ভাষ্য, 'আমরা একটু ভালো করলে এই ম্যাচটাও জিততে পারতাম। আমাদের সমস্যা হলো ব্যাটিং। কালকে ভালো উইকেট ছিল। আমরা ভাগ্যবান যে টসে জিতে ব্যাটিং করেছি। সবাই খুব ভালো ব্যাটিং করেছে। সবচেয়ে যেটা ভালো লেগেছে অ্যাপ্রোচটা অনেক ভালো ছিল।'
তিনি আরও যোগ করেন, 'আমাদের আগে যে সমস্যাগুলো ছিল ফিল্ডিং এবং বোলিং। আমরা এখন বোলিং এবং ফিল্ডিং খুব ভালো করছি অনেকদিন থেকে। কালকে আমরা ৩৩৮ এর মতো করেছি। আমরা ক্যান্ডিতে যদি ৫০ থেকে ৭০ রান কমও করি থাহলে আমরা লড়াই করতে পারবো। ভালো করতে পারব।'