মিরাজের সবচেয়ে বড় দক্ষতা হচ্ছে চাপ নিতে পারা: কার্তিক

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের ২০-৩০ রানের কমতি ছিল, দাবি কার্তিকের
২১ ফেব্রুয়ারি ২৫
এশিয়া কাপে টিকে থাকতে বড় জয়ের কোনও বিকল্প ছিল না বাংলাদেশের। এমন ম্যাচে মেক শিফট ওপেনার হিসেবে নেমেই সেঞ্চুরি করেন মেহেদি হাসান মিরাজ। দলের প্রয়োজনে চাপ নিতে পারা এটাই প্রথম নয় মিরাজের। এর আগেও চাপের মধ্যে দলের জয়ে ভূমিকা রেখেছেন তিনি। গুরুত্বপূর্ণ সময়ে তার এমন চাপ নেয়ার ক্ষমতায় মুগ্ধ হয়েছেন দীনেশ কার্তিক। ভারতের এই উইকেটরক্ষকের মতে, মিরাজের সবচেয়ে বড় দক্ষতা চাপ নিতে পারা।
এর আগেও দলের প্রয়োজনে ওপেনিং করেছেন মিরাজ। ভারতের বিপক্ষে ২০১৮ সালের এশিয়া কাপের ফাইনালে এই অলরাউন্ডারকে লিটন কুমারের সঙ্গী করা হয়। ম্যাচে ৩৬ রান করে ক্যাচ আউটে ফিরলেও লিটনকে নিয়ে প্রথম উইকেটেই তিনি গড়েছিলেন ১২০ রানের বিশাল জুটি।

গতকাল আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে নেমেছিল বাংলাদেশ। এমন চাপে আবারও মিরাজেই ভরসা রাখেন সাকিব আল হাসান। চাপ সামলে দলের প্রয়োজনে তিনটি ছয় ও সাতটি চারে মিরাজ খেলেন ১১৯ বলে ১১২ রানের মহাগুরুত্বপূর্ণ এক ইনিংস।
তার ইনিংস নিয়ে কার্তিক বলেন, 'আমার মতে মিরাজের সব থেকে বড় দক্ষতা ব্যাটিং কিংবা বোলিং নয়। তার সবচেয়ে বড় দক্ষতা হলো চাপ নিতে পারা। আমি সেটা দেখেছিলাম ভারতের বিপক্ষে (গত বছর) সিরিজের শেষ ম্যা???ে। সে ভারতের জয়ের পথে (বাধা হয়ে) দাঁড়িয়েছিল এবং বাংলাদেশকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। এটা সে এক-দুইবার নয় প্রায়ই করে থাকে।'
ম্যাচে অবশ্য শুধু ব্যাট হাতেই মিরাজ অবদান রেখেছেন এমনটা নয়। বল হাতেও দলের জন্য দারুণ ভূমিকা পালন করেছেন তিনি। ম্যাচের ৩৭ তম ওভারের প্রথম বলেই বোল্ড করে ফিরিয়েছেন ক্রিজে থিতু হতে থাকা নাজিবুল্লাহ জাদরানকে। মিরাজ যেভাবে খেলে যাচ্ছেন এতে করে তিনি সাকিবের পরবর্তী উত্তরসূরি হওয়ার পথেই আছেন বলে মনে করেন কার্তিক।
ভারতীয় এই সাবেক ব্যাটার বলেন, 'সে একজন কোয়ালিটি অলরাউন্ডার হিসেবে গড়ে উঠছে। কিছু ক্ষেত্রে অনুসারে সে সম্ভবত সাকিবের জায়গা নেয়ার সঠিক পথেই রয়েছে। যেভাবে সাকিব এক সময় পাঁচ নম্বর পজিশনে এসে ব্যাটিং করত এবং নিজের পারফরম্যান্স দেখাতো।'