promotional_ad

‘বন্ধুত্ব মাঠের বাইরে থাকবে’, কোহলিদের উদ্দেশে গম্ভীর

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘কিছু লোক সবসময়ই ছিচকাঁদুনে’, সমালোচকদের গম্ভীরের কড়া জবাব

৫ মার্চ ২৫
ভারতের ম্যাচ দেখছেন প্রধান কোচ গৌতম গম্ভীর, ফাইল ফটো

আগে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ম্যাচ মানেই ছিল বাড়তি উম্মাদনা। দুই দলের ক্রিকেটারদের আগ্রাসনও মাত্রা ছাড়িয়ে যেত এসব খেলায়। কিন্তু সাম্প্রতিক সময়ে বদলেছে চিত্র। গত কয়েক বছর পাক-ভারতের ম্যাচে দুই দলের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের চিত্রায়ন হয়েছে অসংখ্যবার। এ নিয়ে বিরক্ত গৌতম গম্ভীর। ভারতের সাবেক এই ওপেনারের মতে, খেলার মাঠের বাইরেই থাকা উচিত বন্ধুত্ব।


গতকাল এশিয়া কাপে ভারত-পাকিস্তানের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ম্যাচটি শুরুর আগে এবং পরিত্যক্ত ঘোষণা হওয়ার পর দুই দলের ক্রিকেটারদের বন্ধুত্বপূর্ণ সময় কাটাতে দেখা যায়। এর রেশ ছিল মাঠেও। আর তাই এসব নিয়ে বিরক্ত গম্ভীর।



promotional_ad

বিরাট কোহলি, রোহিত শর্মাদের উদ্দেশে তিনি বলেন, 'আপনি যখন আপনার জাতীয় দলের হয়ে মাঠে খেলবেন, তখন বন্ধুত্ব মাঠের বাইরে রেখে আসা উচিত। খেলায় মুখোমুখি হওয়া উচিত (আগ্রাসন নিয়ে)। বন্ধুত্ব থাকা উচিত বাইরে। দুই দলের ক্রিকেটারদের চোখেই আগ্রাসন থাকা উচিত। ছয়-সাত ঘণ্টা একসাথে ক্রিকেট খেলার পর আপনি আগের মতোই বন্ধুত্বপূর্ণ হতে পারেন।'


আরো পড়ুন

তিলক-হার্দিকের ঝড় থামিয়ে ওয়াংখেড়েতে জিতল বেঙ্গালুরু

৭ এপ্রিল ২৫
১৫ বলে ৪২ রানের ইনিংস খেলেও মুম্বাই ইন্ডিয়ান্সকে জেতাতে পারেননি হার্দিক পান্ডিয়া, বিসিসিআই

'ওই কয়েক ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, কেননা আপনি শুধু আপনাকেই নয় আপনি কোটি কোটি মানুষকে প্রতিনিধিত্ব করছেন। এখন দেখা যায়, দুই দলের চিরশত্রু ক্রিকেটাররা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করে, পিঠ চাপড়ে দেয়। কয়েক বছর আগেও এমনটা দেখা যেত না। আপনারা এখনও ফ্রেন্ডলি ম্যাচই খেলছেন।'


খেলোয়াড়ি জীবনে বেশ আগ্রাসী ছিলেন গম্ভীর। পাকিস্তানের বিপক্ষে খেলা হওয়ার সময় প্রায়ই শহিদ আফ্রিদির সঙ্গে কথার লড়াইয়ে নেমে পড়তে দেখা যেত বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারকে। এমনকি আইপিএলেও কোহলির সঙ্গে বাক-বিতণ্ডায় মেতে উঠতে দেখা যায় তাকে।



পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে মাঠে গম্ভীরের খারাপ সম্পর্ক থাকলেও মাঠের বাইরে তা ভালো ছিল বলেই দাবি করেন তিনি। পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক কামরান আকমলের সঙ্গে নিজের বন্ধুত্বের উদাহরণও টানেন তিনি।


গম্ভীর আরও বলেন, 'আমরা খুবই ভালো বন্ধু। আমি তাকে একটি ব্যাট দিয়েছি। সে আমাকে একটি ব্যাট দিয়েছে। কামরানের দেয়া ব্যাট দিয়ে আমি পুরো এক মৌসুম খেলেছি। কিছুদিন আগেও আমরা কয়েক ঘণ্টা কথা বলেছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball