রশিদ-মুজিবদের বিপক্ষে সেরা খেলার আশায় হাথুরুসিংহে
ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
জিম্বাবুয়ে সিরিজের দল নিয়ে ব্যাখ্যা দিলেন লিপু
১১ ঘন্টা আগে
শ্রীলঙ্কার বিপক্ষে পরাজয় দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করেছে বাংলাদেশ। সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখতে আফগানিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই সাকিব আল হাসানের দলের। এমন সমীকরণের ম্যাচে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে আফগানিস্তানের বোলিং আক্রমণ। রশিদ খান-মুজিব উর রহমানদের সেরা মানলেও তাদের বিপক্ষে সেরা ক্রিকেট খেলার আশায় চান্দিকা হাথুরুসিংহে।
বর্তমান সময়ের সেরা লেগ স্পিনার রশিদ খান। ফ্র্যাঞ্চাইজি কিংবা আন্তর্জাতিক ক্রিকেট, সবখানে দাপট দেখাচ্ছেন আফগানিস্তানের এই তারকা। রশিদের সঙ্গে এই তালিকায় আছেন মুজিব উর রহমান, মোহাম্মদ নবিরা। যারা সবাই বিশ্ব মানের স্পিনার। পেস বোলিংয়ে আফগানদের ভরসা ফজলহক ফারুকী।

লাহোরের বাংলাদেশের ব্যাটারদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারেন আফগানিস্তানের বোলাররা। গত জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। যেখানে সাকিবের দল টি-টোয়েন্টি সিরিজ জিতলেও ৫০ ওভারের ক্রিকেটে হেরেছে বাংলাদেশ। রশিদরা কি করতে পারেন সেটা ভালো করেই জানেন হাথুরুসিংহে, এমনটা জানিয়েছেন তিনি নিজেই।
সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে হাথুরুসিংহে বলেন, ‘ওদের বোলিং আক্রমণ বিশ্বসেরা, বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে। দুজন সত্যিকারের বিশ্বমানের স্পিনার ও দারুণ পেসার আছে। আমরা ওদের বিপক্ষে সম্প্রতি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছি। আমরা জানি ওরা কি করতে পারে।’
আগের খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে হাথুরুসিংহে। তিনি বলেন, ‘ আফগানিস্তান বোলিং আক্রমণ অবশ্যই বিশ্বের অন্যতম সেরা। এটা অবশ্যই আমাদের জন্য চ্যালেঞ্জ হবে। তবে আমরা ওদের বিপক্ষে কিছুদিন আগেই খেলেছি। আমাদের খেলোয়াড়রা কিছু সাফল্যও পেয়েছে। এখন ম্যাচের দিন কে কেমন খেলে তার ওপর অনেক কিছু নির্ভর করবে।’
চোটের কারণে এবারের এশিয়া কাপে খেলছেন না তামিম ইকবাল। অসুস্থতার কারণে যেতে পারেননি লিটন দাস। নিয়মিত দুই ওপেনার না থাকায় বাংলাদেশের ইনিংসের গোড়াপত্তন করছেন তানজিদ হাসান তামিম এবং নাইম শেখ। ফলে ওপেনিংয়ে অভিজ্ঞদের পাচ্ছে না বাংলাদেশ। তামিম-লিটন থাকলেও যারা আছে তাদের উপরই আস্থা রাখছেন বাংলাদেশের প্রধান কোচ।
হাথুরুসিংহে বলেন, ‘টপ অর্ডারে এত বেশি অভিজ্ঞতা হারানো অবশ্যই বড় চ্যালেঞ্জ। সেটা যে কোনো দলের জন্যই সত্যি। কিন্তু কিছু করার নেই। একজন চোটের সঙ্গে লড়ছে। আরেকজন অসুস্থ। আমাদের দলে এখন যারা আছেন তাদের ওপর ভরসা রাখতে হবে। ওরা প্রতিভাবান, সে জন্যই ওরা দলে আছে।’