পাকিস্তান ম্যাচের আগে স্নায়ুচাপে ঘুমাতে পারেননি আইয়ার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এখনও অবসর নিয়ে ভাবছেন না ধোনি
৬ এপ্রিল ২৫
পিঠের চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন শ্রেয়াস আইয়ার। এশিয়া কাপ দিয়ে আবারও মাঠে ফিরেছেন তিনি। অবশ্য পাকিস্তানের বিপক্ষে প্রত্যাবর্তনের ম্যাচে মাত্র ১৪ রান করে আউট হয়েছেন ভারতের এই টপ অর্ডার ব্যাটার।
হারিস রউফের বলে পুল করেছিলেন আইয়ার। তবে মিড উইকেটে দাঁড়ানো ফখর জামান সহজ ক্যাচ মুঠোবন্দি করেন। যদিও ম্যাচ শুরুর আগে আইয়ার জানিয়েছেন তিনি এশিয়া কাপে খেলতে পারবেন সেটা ভাবতেই পারেননি। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে তিনি নির্ঘুম রাত কাটিয়েছেন।

এ প্রসঙ্গে আইয়ার বলেন, 'আমি ভাবতেই পারিনি এশিয়া কাপে খেলব। সেরে উঠতে সময় লাগছিল এবং খুব ধীরে হচ্ছিল। দল ঘোষণার এক সপ্তাহ আগে মাত্র আমি ফিটনেস টেস্টে পাস করেছি এবং আমি এটার জন্য অনেক খুশি ছিলাম।'
পাকিস্তানকে গুঁড়িয়ে বাছাইপর্বের প্রস্তুতি সারলেন জ্যোতিরা
১১ ঘন্টা আগে
কদিন আগেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে জায়গা করে নিয়েছে পাকিস্তান। তাই তাদের বিপক্ষে মাঠে নামার আগে উন্মুখ হয়েছিলেন আইয়ার। এই ম্যাচকে ঘিরে স্নায়ুচাপ সামলাতে বেগ পেতে হয়েছে আইয়ারকে।
নিজের অবস্থার কথা জানিয়ে এই ভারতীয় ব্যাটার বলেন, 'গত রাতে আমি খুব স্নায়ুচাপে ভুগছিলাম, আমি ঘুমাতেও পারিনি। আমি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলার জন্য উন্মুখ হয়ে ছিলাম। এটা একটা অসাধারণ অনুভূতি যে তারা এই মুহূর্তে বিশ্বের এক নম্বর দল।'
এশিয়া কাপের পর ঘরের মাঠেই বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে মাঠে নামবে ভারত। নেপাল ছাড়া এশিয়া কাপের বাকি দলগুলোর বিশ্বকাপে দেখা হবে ভারতের। ফলে এশিয়া কাপকে বিশ্বকাপের ড্রেস রিহার্সালও বলা হচ্ছে। আইয়ার অবশ্য জানিয়েছেন তাদের আত্মবিশ্বাস তুঙ্গে আছে।
মাঠে সেটা কাজে লাগাতে পারলেই তারা সন্তুষ্ট। নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে আইয়ার বলেন, 'আমরা গর্বিত এই দলের অংশ হতে পারে এবং কোচ হিসেবে দ্রাবিড় স্যার ও অধিনায়ক হিসেবে রোহিত শর্মাকে পেয়ে। ড্রেসিং রুমে আমাদের আত্মবিশ্বাস তুঙ্গে আছে এবং এটা আমরা ম্যাচে কাজে লাগাতে চাই।'