‘কোহলি আমাদের সঙ্গে যা করেছে, সেটা কেউই করতে পারবে না’

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বারবার শ্বশুরকে টানায় বিরক্ত শাদাব
১১ এপ্রিল ২৫
পাকিস্তানের বিপক্ষে রেকর্ড বরাবরই ভালো বিরাট কোহলির। শেষবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের অন্যতম সেরা এক ইনিংস খেলেছেন ভারতের এই ব্যাটিং তারকা। পাকিস্তানের বিপক্ষে কোহলির সাফল্যগাঁথার গল্প জানা আছে শাদাব খানেরও। এশিয়া কাপে ভারতের মুখোমুখি হওয়ার আগে কোহলির প্রশংসা করতে ভোলেননি এই অলরাউন্ডার।
ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে ১৩ ইনিংস ব্যাটিং করেছেন কোহলি। ৪৮.২৩ গড়ে করেছেন ৫৩৬ রান। এই সংস্করণে কোহলির সর্বোচ্চ রান ১৮৩, ২০১২ সালে পাকিস্তানের বিপক্ষেই করেন তিনি। এ ছাড়া পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে দশ ইনিংসে ৮১.৩৩ গড়ে কোহলি করেন ৪৮৮ রান।

গত বছর এমসিজিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ১৬০ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে অপরাজিত ৮২ রানের এক মহাকাব্বিক ইনিংস খেলেন তিনি। এই ইনিংসকে কোহলি তার জীবনের সেরা ইনিংসও বলেছেন অকপটে। এসব পরিসংখ্যান জানা আছে শাদাবেরও।
কোহলির শততম হাফ সেঞ্চুরির দিনে বেঙ্গালুরুর বড় জয়
১৩ এপ্রিল ২৫
কোহলিকে নিয়ে তিনি বলেন, 'সে একজন বিশ্বসেরা ক্রিকেটার, অবশ্যই। তার বিপক্ষে আপনাকে অনেক পরিকল্পনা করতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটে মনস্তাত্ত্বিক খেলাও প্রচুর হয়। ওই লেভেলে খেলার মতো স্কিল অবশ্যই আপনার থাকতে হবে। তবে বোলার কীভাবে ব্যাটারের বা ব্যাটার কীভাবে বোলারের মনের অবস্থা বুঝবে সেটা অবস্থার ওপর নির্ভর করে।'
'কোহলি যে মানের ব্যাটার, সে যেভাবে আমাদের সঙ্গে পারফর্ম করেছে, বিশ্বকাপের আমাদের শেষ ম্যাচটিতে; আমার মনে হয় না বিশ্বের অন্য কোনও ব্যাটার আমাদের বোলিং লাইনআপের বিপক্ষে এভাবে পারফর্ম করতে পারবে। আর মূল সৌন্দর্য হচ্ছে সে যেকোনো মঞ্চে যেকোনো সময় এমন পারফর্ম করতে পারে।'
২ সেপ্টেম্বর শ্রীলঙ্কার পাল্লেকেলেতে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। এশিয়া কাপের মূল আয়োজক পাকিস্তান অবশ্য ইতোমধ্যেই একটি ম্যাচ খেলে ফেলেছে। নেপালকে বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। এদিকে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই এশিয়া কাপ শুরু করবে ভারত।