promotional_ad

‘কোহলি আমাদের সঙ্গে যা করেছে, সেটা কেউই করতে পারবে না’

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বারবার শ্বশুরকে টানায় বিরক্ত শাদাব

১১ এপ্রিল ২৫
শাদাব খান ও সাকলাইন মুশতাক

পাকিস্তানের বিপক্ষে রেকর্ড বরাবরই ভালো বিরাট কোহলির। শেষবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের অন্যতম সেরা এক ইনিংস খেলেছেন ভারতের এই ব্যাটিং তারকা। পাকিস্তানের বিপক্ষে কোহলির সাফল্যগাঁথার গল্প জানা আছে শাদাব খানেরও। এশিয়া কাপে ভারতের মুখোমুখি হওয়ার আগে কোহলির প্রশংসা করতে ভোলেননি এই অলরাউন্ডার।


ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে ১৩ ইনিংস ব্যাটিং করেছেন কোহলি। ৪৮.২৩ গড়ে করেছেন ৫৩৬ রান। এই সংস্করণে কোহলির সর্বোচ্চ রান ১৮৩, ২০১২ সালে পাকিস্তানের বিপক্ষেই করেন তিনি। এ ছাড়া পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে দশ ইনিংসে ৮১.৩৩ গড়ে কোহলি করেন ৪৮৮ রান।


promotional_ad

গত বছর এমসিজিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ১৬০ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে অপরাজিত ৮২ রানের এক মহাকাব্বিক ইনিংস খেলেন তিনি। এই ইনিংসকে কোহলি তার জীবনের সেরা ইনিংসও বলেছেন অকপটে। এসব পরিসংখ্যান জানা আছে শাদাবেরও।


আরো পড়ুন

বাবরের পছন্দের সেরা একাদশে রোহিত-সূর্যকুমার, নেই কোহলি

১৭ মে ২৫
রোহিত শর্মা, বাবর আজম, বিরাট কোহলি

কোহলিকে নিয়ে তিনি বলেন, 'সে একজন বিশ্বসেরা ক্রিকেটার, অবশ্যই। তার বিপক্ষে আপনাকে অনেক পরিকল্পনা করতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটে মনস্তাত্ত্বিক খেলাও প্রচুর হয়। ওই লেভেলে খেলার মতো স্কিল অবশ্যই আপনার থাকতে হবে। তবে বোলার কীভাবে ব্যাটারের বা ব্যাটার কীভাবে বোলারের মনের অবস্থা বুঝবে সেটা অবস্থার ওপর নির্ভর করে।'


'কোহলি যে মানের ব্যাটার, সে যেভাবে আমাদের সঙ্গে পারফর্ম করেছে, বিশ্বকাপের আমাদের শেষ ম্যাচটিতে; আমার মনে হয় না বিশ্বের অন্য কোনও ব্যাটার আমাদের বোলিং লাইনআপের বিপক্ষে এভাবে পারফর্ম করতে পারবে। আর মূল সৌন্দর্য হচ্ছে সে যেকোনো মঞ্চে যেকোনো সময় এমন পারফর্ম করতে পারে।'


২ সেপ্টেম্বর শ্রীলঙ্কার পাল্লেকেলেতে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। এশিয়া কাপের মূল আয়োজক পাকিস্তান অবশ্য ইতোমধ্যেই একটি ম্যাচ খেলে ফেলেছে। নেপালকে বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। এদিকে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই এশিয়া কাপ শুরু করবে ভারত।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball