মার্শ-ডেভিডের বিধ্বংসী ব্যাটিং, সাঙ্ঘা'র ঘূর্ণিতে অজিদের দাপুটে জয়

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা পুকোভস্কি
৮ এপ্রিল ২৫
অস্ট্রেলিয়ার হয়ে নেতৃত্বের অভিষেক দারুণভাবে করলেন মিচেল মার্শ। ১৩টি চার ও দুটি ছক্কায় অসাধারণ এক হার না মানা ইনিংস খেলেছেন তিনি। সঙ্গে সাতটি চার ও চারটি ছকায় টিম ডেভিড খেলেন আরেকটি বিধ্বংসী ইনিংস। এই দুজনের বীরত্বগাঁথা ব্যাটিংয়ের পর তানভির সাঙ্ঘা'র চমৎকার ঘূর্ণিতে সাউথ আফ্রিকাকে ১১১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে দলটি।
টস হেরে আগ ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি অজিদের। প্রথম ওভারেই ট্রাভিস হেডের (৬) উইকেট হারায় দলটি। এরপর মার্শ ও ম্যাথু শর্টের দাপুটে ব্যাটিংয়ে ৪.৫ ওভারের মধ্যেই স্কোরবোর্ডে ৬৯ রান তোলে অজিরা। ১১ বলে ২০ রান করে ম্যাথু শর্ট ফিরে গেলে এই জুটি ভাঙে।

দলীয় ৭৭ রানের মধ্যে বিদায় নেন জস ইংলিস (১) এবং মার্কাস স্টইনিসও (৬)। তারপর ডেভিডের সঙ্গে একত্রিত হয়ে আরও আগ্রাসী ব্যাটিং শুরু করেন মার্শ। দুজন মিলে জুটি গড়েন ৯৭ রানের জুটি গড়েন।
সাউথ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তিতে নেই ক্লাসেন
৭ এপ্রিল ২৫
২৮ বলে ৬৪ রান করে তাবরাইজ শামসির বলে ডেভিড ফিরে গেলে এই জুটি ভাঙে। শেষদিকে ১৪ বলে ২৩ রা করেন আরেক অভিষিক্ত ক্রিকেটার অ্যারন হার্ডলি। মার্শ শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৪৯ বলে ৯২ রান করে। অস্ট্রেলিয়া করে ছয় উইকেটে ২২৬ রান।
সাউথ আফ্রিকার হয়ে এ দিন তিন উইকেট নেন লিজাড উইলিয়ামস। কিন্তু তিনি খরচ করেন ৪৪ রান। এ ছাড়া একটি করে উইকেট নেন মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজে এবং শামসি।
লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই স্টইনিসের বলে বোল্ড হন টেম্বা বাভুমা। র্যাসি ভ্যান ডার ডাসেন ১১ বলে ২১ রানে ফিরে গেলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। একপাশ আগলে রেখে ৪৩ বলে ৫৬ রান করেন রিজা হ্যান্ডরিকস।
সাউথ আফ্রিকা অলআউট হয় ১৫.৩ ওভারে, ১১৫ রানে। দলটির হয়ে হ্যান্ডরিকস ও ডাসেন ছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল জানসেন। ১৪ বলে ২০ রান করেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে চারটি উইকেট নেন সাঙ্ঘা। তিনটি উইকেট নেন স্টইনিস।