ভারতে ২০১১ বিশ্বকাপের অভিজ্ঞতাই পুঁজি সাউদির

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
উইলিয়ামসনের ফর্ম দেখে সাউদির উচ্ছ্বাস
১৬ ফেব্রুয়ারি ২৫
২০১১ সালের বিশ্বকাপ খেলেছেন এবং ২০২৩ বিশ্বকাপও খেলবেন এমন পেস বোলারের সংখ্যা খুবই কম। এই তালিকায় শুরুর দিকেই থাকবে টিম সাউদির নাম। নিউজিল্যান্ডের এই পেসার আসন্ন বিশ্বকাপে অতীতের অভিজ্ঞতা কাজে লাগাতেই মুখিয়ে আছেন।
২০১১ সালে নিউজিল্যান্ড দলের তরুণ এক পেসার ছিলেন সাউদি। যদিও ২০২৩ সালের প্রেক্ষাপট একেবারেই আলাদা। এই দলে সবচেয়ে সিনিয়র পেসার তিনি। আর ভারতের মাটিতে এর আগেও বিশ্বকাপ খেলায় সেই অভিজ্ঞতা কাজে লাগাতে মুখিয়ে আছেন তিনি।

লম্বা আন্তর্জাতিক ক্যারিয়ারের পাশাপাশি আইপিএলও মাতিয়েছেন সাউদি। সবমিলিয়ে আইপিএলে খেলেছেন ৫৪টি ম্যাচ। ৪৭টি উইকেট নিয়েছেন তিনি। ট্রেন্ট বোল্টকে সরিয়ে রাখলে অন্যান্য যেকোনো কিউই বোলারের চাইতে ভারতে বেশি ম্যাচ খেলেছেন তিনি।
রাচিন-ডাফিকে পেছনে ফেলে আইসিসির মাসসেরা আইয়ার
১৫ এপ্রিল ২৫
সাউদির বিশ্বাস, সেই অভিজ্ঞতাও বিশ্বকাপে কাজে দেবে। সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ডের হয়ে আইপিএলে খেলেছেন ডেভন কনওয়ে, মিচেল সান্টনার, কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, গ্লেন ফিলিপসদের মতো ক্রিকেটাররা। সম্মিলিতভাবে এসব অভিজ্ঞতাও বিশ্বকাপে কাজে লাগবে বলে বিশ্বাস সাউদির।
তিনি বলেন, 'সৌভাগ্যবশত আমি এখানে ২০১১ সালের বিশ্বকাপ খেলতে পেরেছি। এটা ছিল আমার জন্যে দারুণ এক অভিজ্ঞতা। সেখানে খেলতে পেরে আপনার সবসময়ই ভালো লাগার কথা। নিউজিল্যান্ডের ক্রিকেটাররা আগেও এখানে আইপিএল খেলেছে।
'যেসব মাঠে খেলা হবে সেখানে তারা খেলেছে এবং পর্যাপ্ত জ্ঞানও তাদের হয়েছে। যদিও এটা ভিন্ন ফরম্যাটে হবে (ওয়ানডে বিশ্বকাপ)। তবে অতীতের অভিজ্ঞতা এখানে কাজে লাগবে। সৌভাগ্যবশত আইপিএলেও আমি অনেক ম্যাচ খেলেছি। প্রতি মুহূর্ত উপভোগ করেছি।'