ভারত চাপে থাকলেও চিন্তামুক্ত নয় অস্ট্রেলিয়া: স্টইনিস

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না কামিন্স-হ্যাজেলউডেরও
৬ ফেব্রুয়ারি ২৫
ঘরের মাঠে খেলার সঙ্গে ভারতের সামনে শিরোপা খরা কাটানোর চ্যালেঞ্জ। এমন কিছুর সঙ্গে প্রথম ম্যাচে ভারতের জন্য থাকছে অস্ট্রেলিয়া নামক বড় চ্যালেঞ্জ। তাতে করে বেশ চাপেই থাকবে রোহিত শর্মার দল। তবে অস্ট্রেলিয়াও যে একেবারে চিন্তামুক্ত থাকতে পারবে এমনটা মনে করছেন না মার্কাস স্টইনিস।
৫ অক্টোবর ভারতের মাটিতে পর্দা উঠবে এবারের ওয়ানডে বিশ্বকাপের। উদ্বোধনী দিনে মাঠে নামবে গত আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। স্বাগতিক হলেও ভারত খেলতে নামবে টুর্নামেন্ট শুরুর দুদিন পর। চেন্নাইয়ের চিদাম্বারাম স্টেডিয়ামে ভারতের প্রথম পরীক্ষার নাম অস্ট্রেলিয়া।

বিশ্বকাপে ভালো শুরুর ক্ষেত্রে ভারতের বড় চ্যালেঞ্জ হতে পারে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ২০১৩ সালের পর আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টে শিরোপা নেই ভারতের। সবশেষ ওয়ানডে বিশ্বকাপেও জিতেছে ২০১১ সালে। ঘরের মাঠে খেলা হওয়ায় আবারও শিরোপা উঁচিয়ে ধরার স্বপ্ন বুনছে ভারতীয় সমর্থকরা।
২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা পুকোভস্কি
৮ এপ্রিল ২৫
এদিকে ভারতের সঙ্গে প্রথম ম্যাচ হওয়ায় খানিকটা চাপ নিচ্ছে ভারতও। তবে আইপিএল কিংবা ভারতের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে চান অজি ক্রিকেটাররা। বিশ্বকাপের কথা মাথায় রেখে আইপিএলের আগে যে ভারত সফর করেছিলেন সেটা মনে করিয়ে দিয়েছেন স্টইনিস।
সম্প্রতি এক সাক্ষাৎকারে স্টইনিস বলেন, ‘টুর্নামেন্টের (ওয়ানডে বিশ্বকাপ) কথা ভেবে আমরা ভারত সফর করেছিলাম। যেখানে আমরা তিনটি ওয়ানডে খেলেছিলাম। সুতরাং আমাদের দুই দলের একে অপরের সম্পর্কে ভালো ধারণা আছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচ হিসেবে আমাদের দুই দলকে এটা সহায়তা করবে। টুর্নামেন্টে ভালো শুরু করার জন্য দুই দলের ভালো সুযোগ থাকবে।’
বিশ্বকাপ খানিকটা দীর্ঘমেয়াদের টুর্নামেন্ট। রাউন্ড রবিন পদ্ধতিতে খেলা হওয়ায় প্রতিটি দলকে গ্রুপ পর্বে নয়টি করে ম্যাচ খেলতে হবে। এতগুলো ম্যাচ খেলে সেমিফাইনালে যাওয়া যেমন সহজ তেমনটি কঠিনও। কারণ টানা ৯ ম্যাচে ধারাবাহিকতা ধরে রাখা বেশ কঠিন।
যে কারণে প্রথম ম্যাচগুলো থেকে পয়েন্ট পেতে মনোযোগ দিচ্ছে অস্ট্রেলিয়া। স্টইনিস বলেন, ‘বিশ্বকাপটা বেশ লম্বা। নয়টা রাউন্ড খেলতে হবে এখানে। আমি মনে করি বিশ্বকাপের শুরুর দিকে বড় কয়েকটা জয় পাওয়া ভালো হবে। প্রতিটি দলই সেটা করতে চাইবে।’