promotional_ad

লিটনের হাফ সেঞ্চুরি মিস, শামীম-সৌম্যর ব্যাটে রান

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

রিশাদ লাহোর কালান্দার্সের সম্পদ: ভিসে

২১ ঘন্টা আগে
রিশাদ হোসেন, লাহোরের ফেসবুক পেজ থেকে নেয়া

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ ও শ্রীলঙ্কার লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ব্যাট হাতে ছন্দে ছিলেন না লিটন দাস। মিরপুরে আন্তঃস্কোয়াড প্রস্তুতি ম্যাচে রান পেলেও প্রত্যাশিত ব্যাটিং করতে পারেননি বাংলাদেশের এই উইকেটকিপার ব্যাটার। লিটনের ৪৩ রান করার দিনে শামীম ৩৭ এবং সৌম্য সরকার করেছেন অপরাজিত ২৯ রান। সময় স্বল্পতার কারণে এই ম্যাচের ফলাফল হয়নি।


এদিন আগে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ৩৬ ওভারে ২১৭ রান তোলে বিসিবি লাল দল। তাদের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৯৯ রান করেছেন মুশফিকুর রহিম। জবাব দিতে নেমে ৩০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৫ রান করে বিসিবি সবুজ দল।


মিরপুরে জয়ের জন্য ২১৮ রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় বিসিবি সবুজ দল। নেট বোলার ফাহাদ সোহাগের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন জাকির হাসান। এদিন রানের খাতা খুলতে পারেননি বাঁহাতি এই ওপেনার। তিনে নেমে লিটনের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেছিলেন আফিফ হোসেন ধ্রুব।


promotional_ad

যদিও সেই জুটিকে বেশি বড় হতে দেননি তানজিম হাসান সাকিব। ডানহাতি এই পেসারের বলে উইকেটের পেছনে মুশফিকের গ্লাভসে ক্যাচ দিয়ে ফিরেছেন আফিফ। বাঁহাতি এই ব্যাটার এদিন আউট হয়েছেন ১৯ বলে ১৬ রান করে। চারে নেমে লিটনকে দারুণভাবে সঙ্গ দিয়েছেন শামীম।


আরো পড়ুন

তামিমকে দেখতে হাসপাতালে মুশফিক-মিরাজরা

২৪ মার্চ ২৫
মুশফিকুর রহিম,  মাহমুদউল্লাহ রিয়াদ ও হাসান মিরাজ

তারা দুজনে মিলে যোগ করেন ৬৮ রান। লিটন ও শামীম দুজনই এদিন ধীরগতির ব্যাটিং করেছেন। হাফ সেঞ্চুরির সুযোগ মিস করা লিটন নাসুম আহমেদের বলে নাইম শেখকে ক্যাচ দিয়ে ফিরেছেন ৪৩ রানের ইনিংস খেলেছে। ৫ চারে সাজানো ইনিংসটি খেলতে ৬০ বলে খেলেছেন লিটন।


তাকে সঙ্গ দেয়া শামীম ৩৭ রান করতে খেলেছেন ৫৭ বল। নাসুমের বলে ফাহাদ সোহাগকে ক্যাচ দিয়ে ফেরা শামীম এদিন ৬টি চার মেরেছেন। এরপর ৫২ রানের জুটি গড়েন সৌম্য সরকার ও শেখ মেহেদি। সৌম্য ২৪ বলে ২৯ এবং মেহেদি অপরাজিত ছিলেন ২২ বলে ২০ রান করে। বিসিবি লাল দলের হয়ে দুটি উইকেট নিয়েছেন নাসুম।


এর আগে বিসিবি লাল ও সুবজ দলের ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দুপুর নাগাদ। তবে বৃষ্টির কারণে সেই ম্যাচ শুরু হতে বেলা গড়িয়ে যায় বিকেল ৫টায়। ফলে ফ্লাড লাইটের আলোয় খেলতে নামতে হয় বাংলাদেশ দলের ক্রিকেটারদের।


এই ম্যাচে লিটনের সঙ্গে টস করতে নেমেছিলেন মেহেদী হাসান মিরাজ। টসে জিতে ব্যাটিং পেয়ে মিরাজের মুখে ছিল এক গাল হাসি। আগে ব্যাট করে ৩৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৭ রান তোলে লাল দল। চার নম্বরে নেমে মুশফিক অপরাজিত ছিলেন ৯৯ রানে।


তার ৯৩ বলের ইনিংসে ৯টি চারের সঙ্গে ছিল ২টি ছক্কাও। মিরাজের ব্যাট থেকে আসে ৩৩ রান। এর বাইরে নাইম শেখ ১২, তানজিদ হাসান তামিম ১৭, তাওহীদ হৃদয় ১১, নাসুম আহমেদের ব্যাট থেকে এসেছে ১৯ রান।


সবুজ দলের হয়ে ৩টি উইকেট নেন শরিফুল ইসলাম। একটি করে উইকেট নেন হাসান মাহমুদ, শামীম পাটোয়ারি ও শেখ মেহেদী। উইকেট না পেলেও দারুণ বোলিং করেছেন সৌম্য। ২ ওভারে তিনি ৬ রান দেন মাত্র।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball