বিশ্বকাপে বুমরাহর সঙ্গে জুটি গড়তে চান প্রসিধ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আসন্ন এশিয়া কাপের স্কোয়াডে জায়গা পেয়েছেন প্রসিধ কৃষ্ণা। তরুণ এই পেসার স্বপ্ন বুনছেন বিশ্বকাপ খেলারও। মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ কিংবা শার্দুল ঠাকুরকে টপকে ম্যাচ খেলার সুযোগ মিললে জাসপ্রীত বুমরাহর সঙ্গে জুটি গড়তে চান তিনি। ইতোমধ্যেই বুমরাহ'র সঙ্গে বোলিংয়ে 'জুটি' গড়া নিয়ে অনুশীলন করেছেন তিনি।
প্রসিধ এবং বুমরাহ দুজনই কিছুদিন আগেই ইনজুরি থেকে ফিরেছেন। লম্বা সময় ধরের ভারতের বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমীতে (এনসিএ) ছিলেন তারা। আর সেখানেই বুমরাহর সঙ্গে পরিকল্পনা করে অনুশীলন করার সুযোগ মিলে প্রসিধের।

তরুণ এই পেসারের বিশ্বাস বুমরাহর সঙ্গে ইতোমধ্যেই দারুণ একটি জুটি গড়েছেন তিনি। আর সেটাই কাজে লাগাতে চান বিশ্বকাপে। নিজের বিশ্বকাপ প্রস্তুতিতে বুমরাহকে অনেক বেশি অবদান দিচ্ছেন প্রসিধ। বিশেষ করে চাপের মুহূর্তে বুমরাহর পারফরম্যান্সে ভীষণভাবে অনুপ্রাণিত তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রসিধ বলেন, 'ব্যক্তিগতভাবে তার সক্ষমতার জন্যে আমি সবসময় তার দিকে নজর রাখি। সে সবকিছু স্বাভাবিক রাখতেই পছন্দ করে। প্রবল চাপের মুহূর্তে তার পারফর্ম করার ক্ষমতা অসাধারণ। এটা আমি অনেক আগে থেকেই বলে আসছি। ভাগ্যবশত ইনজুরির সময়গুলোতে তার সঙ্গে আমার এনসিএতে বেশ লম্বা সময় কাটানো হয়েছে। আমরা প্রায়ই একসঙ্গে কাজ করেছি, পরিকল্পনামাফিক এগিয়েছি। এটা আমাদের একে অপরকে জানার আরও সুযোগ হয়েছে।'
'আমরা কীভাবে প্রস্তুতি নেই, কীভাবে ম্যাচে বিভিন্ন অবস্থা সামাল দেই- এসব। এটা মূল্যবান একটি অভিজ্ঞতা। সে বেশ সহযোগিতা করেছে, সেটা ক্রিকেট নিয়ে আলোচনাতেই হোক বা মানসিক দিক থেকে হোক বা রিহ্যাব নিয়েও। আমাদের জুটি অসাধারণ। আমরা এটা চালিয়ে যেতে আগ্রহী।'
বিশ্বকাপ শুরুর আগে এশিয়া কাপের মতো মেগা ইভেন্টে অংশ নেবে ভারত। এশিয়া কাপের ম্যাচগুলো এবং অন্যান্য ম্যাচ মিলিয়ে বিশ্বকাপের আগে আরও ৮-৯ টি ওয়ানডে খেলবে রোহিত শর্মার দল। সুযোগ পেলে এই ম্যাচগুলোতেই নিজের সামর্থ্যের জানান দিতে চান বলে জানিয়েছেন প্রসিধ।