এলপিএলের অভিজ্ঞতা এশিয়া কাপে কাজে লাগবে বিশ্বাস সাকিবের

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের হয়ে আরো ২ বছর খেলে অবসরে যেতে চান সাকিব
৮ ঘন্টা আগে
লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসরে খেলেছেন এক ঝাঁক বাংলাদেশি ক্রিকেটার। সাকিব আল হাসান, লিটন দাসের সঙ্গে তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম এলপিএল মাতিয়েছেন। দলে থাকলেও খেলা হয়নি মোহাম্মদ মিঠুনের।
সাকিব-লিটন অবশ্য এলপিএলে নিজেদের দল গল টাইটান্সকে ফাইনালে তুলতে পারেননি। অবশ্য ব্যাটে-বলে পারফর্ম করে আসর জুড়ে আলো ছড়িয়েছেন সাকিব। টুর্নামেন্ট জুড়ে ১৩৮ রানের পাশাপাশি ১০ উইকেট নিয়েছেন তিনি। এরই মধ্যে এলপিএলে শেষে দেশে ফিরেছেন এই টাইগার অলরাউন্ডার।
সাকিব জানিয়েছেন এলপিএলে খেলা বাংলাদেশের ক্রিকেটারদের জন্য দারুণ কাজে লাগবে আসন্ন এশিয়া কাপে। আগামী ৩১ আগস্ট থেকে এশিয়া কাপ শুরু হবে বাংলাদেশের। প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে টাইগাররা। তাদের মাটিতে তাদের খেলোয়াড়দের বিপক্ষে খেলাকে ইতিবাচক হিসেবেই দেখছেন এই টাইগার অলরাউন্ডার।

এলপিএলের অভিজ্ঞতা নিয়ে সাকিব বলেছেন, 'অভিজ্ঞতা ভালো ছিল। লঙ্কা প্রিমিয়ার লিগ আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ ছিল, যেহেতু শ্রীলঙ্কার সঙ্গে আমাদের ম্যাচ আছে। ওদের সবার সঙ্গে খেললাম, মাঠের সম্পর্কে ধারণা হলো, ওদের খেলোয়াড়দের সম্পর্কে ধারণা হলো। সেদিক থেকে ভালোই হলো।'
এশিয়া কাপের পর বাংলাদেশ ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলবে। এরপর ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ দল। ব্যস্ত সূচিকে সামনে রেখে নিজেকে ফিট রাখার চেষ্টা করছেন সাকিব।
নিজের লক্ষ্যের কথা জানিয়ে বাংলাদেশের তিন ফরম্যাটের অধিনায়ক বলেছেন, 'শুধু চেষ্টা করছি যতটা ফিট থাকা যায়। যেহেতু সামনে আমাদের গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট বা সিরিজ আছে, প্রচুর খেলা আছে, ইনজুরি হওয়ার সম্ভাবনাটা বেশি।'
সোমবার দেশে ফেরার পর মঙ্গলবার সকালে সাকিব ছুটে গিয়েছিলেন সাকিব আল হাসান। গৌরনদীতে তিনি আলহাজ্ব নূর মোহাম্মদ মুন্সী হাসপাতালের আয়োজনে বিনামূল্যে ঔষধ বিতরণ এবং রক্তদান কর্মসূচীতে অংশ নিয়েছেন। এরপর দুপুরের মধ্যেই হেলিকপ্টারে দেশে ফিরে বনশ্রীতে একটি মোবাইল কোম্পানির অনুষ্ঠানে যোগ দেন সাকিব।
নিজের এই ব্যস্ততা নিয়ে সাকিব খোলাসা করে সাকিব বলেছেন, 'পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের এগুলো ম্যানেজ করেই চলতে হয়। যেহেতু সময় এত বেশি নেই, এই অল্প সময়ে সবকিছু ম্যানেজ করার একটা উপায় তো বের করাই লাগে। একটু ব্যস্ততা থাকে। কিন্তু ভালোই লাগে ব্যস্ততা।'