promotional_ad

জনসন-সাঙ্ঘাদের নিয়ে স্বপ্ন বুনছেন মার্শ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

অলরাউন্ডার মার্শ এখন আইপিএলে শুধুই ব্যাটার

১৩ মার্চ ২৫
আইপিএলের গত মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন মিচেল মার্শ, ফাইল ছবি

সাউথ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়া দলে ডাক পেয়েছেন তরুণ পেসার স্পেন্সার জনসন এবং স্পিনার তানভির সাঙ্ঘা। দলে ডাক পেয়েছেন অ্যারন হার্ডির মতো অলরাউন্ডারও। অভিষেকের অপেক্ষায় থাকা এই কয়েকজন ক্রিকেটারকে এই সিরিজেই পরখ করে দেখতে চান মিচেল মার্শ। অস্ট্রেলিয়ার নতুন টি-টোয়েন্টি অধিনায়কের বিশ্বাস, আগামী কয়েক বছর অস্ট্রেলিয়ার হয়ে খেলতে দেখা যাবে এই কয়েকজন ক্রিকেটারকে।


সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ২০১৭ সালে অভিষেক হয় জনসনের। ক্যারিয়ারের শুরুতে বেশ কিছুটা সময় ইনজুরিতে কাটালেও ধীরে ধীরে ছন্দে ফিরতে থাকেন এই পেসার। বিগ ব্যাশ লিগের গত আসরে ব্রিসবেন হিটের হয়ে আলো ছড়িয়েছেন এই পেসার।


সাউথ অস্ট্রেলিয়ার হয়ে সর্বশেষ শেফিল্ড শিল্ডেও গতি এবং সুইংয়ের ঝলক দেখান জনসন। দারুণ পারফরম্যান্সে অস্ট্রেলিয়া 'এ' দলের হয়ে নিউজিল্যান্ড সফরেও যান তিনি। সম্প্রতি দ্যা হান্ড্রেডেও নিজের অসাধারণ বোলিং অব্যাহত রেখেছেন তিনি।


promotional_ad

জনসনকে নিয়ে মার্শ বলেন, 'আমরা একটি বড় স্কোয়াড পেয়েছি। কয়েকজন তরুণ ক্রিকেটার এসেছে যারা দারুণ রোমাঞ্চকর। ঠিক যেমন স্পেন্সার জনসন.. সে এবার দারুণ করবে। আমি একটা ম্যাচের কথা স্মরণ করতে পারি, যেখানে আমি ধারাভাষ্য দিচ্ছিলাম আর সে ১৫০ গতিবেগে বোলিং করে দুই দিকে সুইং করছিল।'


আরো পড়ুন

২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা পুকোভস্কি

৮ এপ্রিল ২৫
২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা উইল পুকোভস্কি, ফাইল ফটো

'সে অসাধারণ এক প্রতিভা। ওয়াকাতে ওয়ানডের ফাইনালে আমি তার বিপক্ষে খেলেছি... তার স্কিল এবং গতিতে পরাস্ত হয়েছি। আমি মনে করি, আন্তর্জাতিক ক্রিকেটই তার আসল জায়গা।'


এদিকে নিউ সাউথ ওয়েলস এবং সিডনি থান্ডারে অসাধারণ পারফর্ম করে অস্ট্রেলিয়া জাতীয় দলে এসেছেন সাঙ্ঘা। গেল শেফিল্ড শিল্ডে ৩.৫৪ ইকোনমি রেটে বোলিং করে ১৬টি উইকেট নেন তিনি। দ্যা হান্ড্রেডেও নিজের অসাধারণ পারফরম্যান্স অব্যাহত রাখেন এই লেগি।


তাকে নিয়ে মার্শ বলেন, 'আমি মনে করি, অবশ্যই তাদের দুজনকেই সফরের কোনও না কোনও অংশে দেখব। সবাই তাদের পারফরম্যান্সের পুরষ্কার পাচ্ছে এটা দেখতেই ভালো লাগছে। গত ছয় মাস ধরে তানভিরের (সাঙ্ঘা) ইনজুরি শঙ্কা ছিল, কিন্তু আমরা জানি সে কতোটা অসাধারণ প্রতিভা।'


'আমি মনে করি, আগামী কয়েক বছর ধরে আমরা নিয়মিতই তাদের অস্ট্রেলিয়ার পোশাকে দেখব। সাউথ আফ্রিকার বিপক্ষেও তাদের দেখা যেতে পারে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball