ভারতের এশিয়া কাপের দলে রাহুল-আইয়ার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেন আইয়ার-কিশান, শীর্ষে কোহলি-রোহিত
২১ এপ্রিল ২৫
এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। দীর্ঘদিন পর ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন শ্রেয়াস আইয়ার। দলে নেয়া হয়েছে লোকেশ রাহুলকেও।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দারুণ খেলা তিলক ভার্মাও এশিয়া কাপের দলে সুযোগ পেয়েছেন। এখনও পর্যন্ত এই ভারতীয় ব্যাটারের ওয়ানডে অভিষেকই হয়নি। ওয়ানডে দলে ফিরেছেন জসপ্রিত বুমরাহও। এই পেসার আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে প্রত্যাবর্তন করেছেন।
২০২৩ আইপিএলে চোটে পড়ার পর থেকে কোনো প্রতিযোগীতামূলক ম্যাচে মাঠে নামতে পারেননি রাহুল। ১৭ জনের দলের বাইরে অতিরিক্ত ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে সাঞ্জু স্যামসনকে। আর আইয়ার মাঠের বাইরে ছিলেন চলতি বছরের মার্চ থেকে। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছেন বিসিসিআই আগামী ৪ সেপ্টেম্বর বিশ্বকাপের দল ঘোষণা করতে পারে।

এশিয়া কাপের দল ঘোষণা করে বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগারকার বলেছেন, 'আমরা ১৮ জনকে নিয়েছি। (বিশ্বকাপের দল) এখান থেকেই তাদের বাছাই করা হবে। আমাদের গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড় চোট থেকে ফিরেছে, আশা করছি তাদের জন্য ভালো হবে। তারা এখন এশিয়া কাপে কিছু ম্যাচে খেলার সুযোগ পাবে। বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে আমাদের ছোটো একটি ক্যাম্প হবে, অবশ্যই এখান যারা আছে তাদের মধ্যে থেকেই থাকবে।'
লক্ষ্ণৌকে হারিয়ে দিল্লির আটে ছয়
২২ এপ্রিল ২৫
আগামি ৩০ আগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের আসর। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে নেপাল। ভারত নিজের প্রথম ম্যাচ খেলবে ২ সেপ্টেম্বর পাল্লেকেলেতে। ভারতের আপত্তির কারণে এশিয়া কাপ হচ্ছে হাইব্রিড মডেলে।
ভারত তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কাতেই। মোট ১২ ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ হবে পাকিস্তানে। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল খেলবে সুপার ফোরে। সেখানে একে অপরের বিপক্ষে খেলবে চারটি দলই। এশিয়া কাপের স্কোয়াড অনুষ্ঠিত হবে ১৭ সেপ্টেম্বর কলম্বোতে।
ভারতের এশিয়া কাপের স্কোয়াড-
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, কুলদিপ যাদব, প্রসিধ কৃষ্ণা।