‘মা ভেবেছিল মজা করছি’, ইংল্যান্ডে ডাক পাওয়া নিয়ে টার্নার

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নাইটহুড পাচ্ছেন জেমস অ্যান্ডারসন
১২ এপ্রিল ২৫
গতি, বাউন্সের সঙ্গে আগ্রাসনে নজর কেড়েছেন জন টার্নার। মাত্র ৭০ দিন আগে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হওয়া টার্নার ডাক পেয়েছেন ইংল্যান্ডের ২০ ওভারের ক্রিকেট দলে। ইংল্যান্ডের হয়ে সুযোগ পাওয়ার পর নিজের মাকে ফোন করে এই খবর জানিয়েছিলেন তিনি। যা মজা ভেবেছিলেন টার্নারের মা।
জন্ম সাউথ আফ্রিকার জোহান্সেবার্গে, বড় হয়ে উঠাও সেখানেই। দেশটির জনপ্রিয় হিল্টন কলেজের হয়ে খেলেছেন টার্নার। সাউথ আফ্রিকার সাবেক ক্রিকেটার ডেল বেনকেনস্টেন তাকে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রার সঙ্গে তুলনা করতেন। ব্রিটিশ পাসপোর্ট থাকায় বর্তমানে ইংল্যান্ডের স্থানীয় ক্রিকেটার হিসেবে খেলছেন তিনি।

৭০ দিন আগে হ্যাম্পাশায়ারের হয়ে অভিষেক হয় তার। মিডলসেক্সের বিপক্ষে ৩০ রানে ৩ উইকেট নিয়েছিলেন টার্নার। সব মিলিয়ে এখন পর্যন্ত ১২ টি-টোয়েন্টি খেলে নিয়েছেন ২২ উইকেট। ট্রেন্ট রকেটসের হয়ে দ্য হান্ড্রেডে অভিষেকে জনি বেয়ারস্টোকে আউট করেছেন ডানহাতি এই পেসার। গতির সঙ্গে অসম বাউন্স অন্যদের থেকে তাকে আলাদা করেছে।
দারুণ লাইন লেংথে প্রতি ঘণ্টায় ৯০ মাইলের বেশি গতিতে বোলিং করতে পারেন টার্নার। ফলে স্বল্প সময়ের মাঝেই ডাক পড়েছে ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ডাক পাওয়ার খবর লুক রাইটের কাছ থেকে পেয়েছেন ২২ বছর বয়সী এই পেসার। নিজের মাকে এমন খবর দিলে তারা বিশ্বাস করতে পারেননি বলে জানান তিনি।
টেলিগ্রাফের সঙ্গে আলাপকালে টার্নার বলেন, ‘এটা আসলে অবিশ্বাস্য। আপনি যদি আমাকে ছয় মাস আগে বলতেন তাহলে আমি বলতাম আপনি পাগল নাকি? তারা আমাকে বলতেছিল আমার কণ্ঠস্বর ঠিক নয়। তারা যখন উত্তর দিচ্ছিল তখন চিন্তিত ছিল। আমি যখন তাদের বললাম তারা অবাক হয়েছে।’
‘তারা ভাষা খুঁজে পাচ্ছিল না, খুব সম্ভবত আমারও রিয়েকশন এমন ছিল যখন লুক রাইট আমাকে কল করেছিল। শুরুতে আমার মা নিশ্চিত হয়েছে যে কেউ তার সঙ্গে মজা করছে কিনা। তারা অবাক হয়েছিল এবং অবশ্যই একইসঙ্গে তারা খুবই খুশি এবং গর্বিত।’
অক্টোবরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর। এমন টুর্নামেন্টের আগে পেসারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ সহকারে দেখছে তারা। যে কারণে নিয়মিত পেসারদের সতেজ রাখতেই টার্নার, গাস অ্যাটকিনসনদের মতো তরুণদের নিউজিল্যান্ডের বিপক্ষে ডেকেছে ইংল্যান্ড।