‘তামিম ফিরলেই হাথুরুসিংহের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে’

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
দেশে ফিরেই মিরপুরে তামিম
১২ এপ্রিল ২৫
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে তামিম ইকবাল বলেছিলেন, শতভাগ ফিট না হলেও প্রথম ম্যাচে খেলবেন তিনি। সেই সময় অধিনায়কের এমন সিদ্ধান্ত পছন্দ হয়নি প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহের। তামিমকে কিছু না বললেও বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে নিজের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন এই কোচ।
গণমাধ্যমের কল্যাণে এই খবর সবারই জানা। এরপর তামিমের আকস্মিক অবসর, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ফিরে আসা এবং অধিনায়কত্ব ছাড়ার ঘটনা বিশাল নাটকীয়তার জন্ম দিয়েছিল। এর ফলে প্রধান কোচ হাথুরুসিংহের সঙ্গে তামিমের সম্পর্কের অবনতি হয়েছে।

অবশেষে এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন তামিম ফিরলেই হাথুরুসিংহের সঙ্গে তার ভুল বোঝাবুঝির সমাধান হয়ে যাবে। এই ব্যাপারে তারা আলোচনা করবেন।
‘রিশাদের পারফরম্যান্স বাংলাদেশিদের উপর ফ্র্যাঞ্চাইজিদের বিশ্বাস বাড়াবে’
১ ঘন্টা আগে
এ প্রসঙ্গে জালাল ইউনুস বলেছেন, 'তামিম সুস্থ হয়ে দলে ফিরলে হাথুরুর সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে সেটা থাকবে না।'
এদিকে তামিম ওয়ানডের অধিনায়কত্ব ছাড়ায় বেশ বিপাকে পড়েছিল বিসিবি। আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য সাকিব আল হাসানকে অধিনায়ক করা হয়েছে। ফলে তিন ফরম্যাটের ক্রিকেটেই এখন বাংলাদেশের অধিনায়ক সাকিব। অবশ্য ওয়ানডের অধিনায়কত্ব পাওয়ার পর সাকিব দেশে ফেরেননি এখনও।
এই টাইগার অলরাউন্ডার ব্যস্ত ছিলেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। এরই মধ্যে সাকিবের দল গল টাইটান্স প্লে অফ থেকে ছিটকে গেছে। দুই একদিনের মধ্যেই দেশে ফেরার কথা রয়েছে সাকিবের। তিনি ফিরলে বোর্ড তার সঙ্গে বিস্তারিত আলোচনা করবে।
এই তথ্য জানিয়ে জালাল ইউনুস বলেছেন, '২-১ এর মধ্যে শাকিব ফিরলেই অধিনায়কত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হবে।'