নিউজিল্যান্ডকে হারিয়ে আরব আমিরাতের ইতিহাস

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রাচিন-ডাফিকে পেছনে ফেলে আইসিসির মাসসেরা আইয়ার
১৫ এপ্রিল ২৫অস্ট্রেলিয়া কিংবা ভারতের মতো দলকে পেছনে ফেলে টেস্ট খেলছে না এমন দেশগুলোর সঙ্গে নিজেদের ৩৮ দেখায় কখনই না হারার রেকর্ড ধরে রেখেছিল নিউজিল্যান্ড। অবশেষে তাদের সেই রেকর্ড ভেঙে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। নন-টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে নিজেদের ৩৯তম দেখায় প্রথমবারের মতো হারল নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে ১৯ রানে হারা সংযুক্ত আরব আমিরাত কিউইদের দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারিয়েছে ৭ উইকেটে। তাতে সিরিজে সমতায় ফিরল স্বাগতিকরা।
দুবাইয়ে জয়ের জন্য ১৪৩ রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি সংযুক্ত আরব আমিরাত। ইনিংসের তৃতীয় বলেই উইকেট হারায় তারা। টিম সাউদির অফ স্টাম্পের বাইরে ফুলার লেংথ ডেলিভারিতে ড্রাইভ করতে চেয়েছিলেন আরিয়ানশ শর্মা। তবে শেষ মূহূর্তে সিদ্ধান্ত বদলে বল ছেড়ে দেন।

যদিও সেই সিদ্ধান্ত নিতে খানিকটা দেরি করে ফেলেছিলেন শর্মা। তাত করে আউট সাইড এজ হয়ে জিমি নিশামের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় রানের খাতা খোলার আগেই। এরপর শুরুর ধাক্কা সামাল দেন মুহাম্মদ ওয়াসিম ও ভ্রিত্তিয়া অরবিন্দ।
পাঁচ বছরের জন্য আবুধাবি আফগানিস্তানের ‘সেকেন্ড হোম’
২৫ মার্চ ২৫
দ্বিতীয় উইকেট জুটিতে তারা দুজনে মিলে যোগ করেন ৪০ রান। ২১ বলে ২৫ রান করা ভ্রিত্তিয়াকে ফিরিয়ে জুটি ভাঙেন কাইল জেমিসন। ডানহাতি এই পেসারের ব্যাক অব লেংথ ডেলিভারিতে থার্ডম্যান দিয়ে খেলতে চেয়েছিলেন ভ্রিত্তিয়া। সফল হতে না পারায় বোল্ড হয়ে ফিরে যেতে হয় তাকে।
এরপর ওয়াসিমের সঙ্গে দারুণ এক জুটি গড়েন আসিফ খান। শুরু থেকেই নিউজিল্যান্ডের বোলারদের বিপক্ষে আক্রমণাত্বক ব্যাটিং করেছেন ওয়াসিম। ফলস্বরূপ মাত্র ২৭ বলে পেয়েছেন হাফ সেঞ্চুরি। পঞ্চাশ ছোঁয়ার পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। মিচেল স্যান্টনারের অফ স্টাম্পের বাইরের টসড আপ ডেলিভারিতে সাউদিকে ক্যাচ দেন ওয়াসিম।
সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক এদিন আউট হয়েছেন ২৯ বলে ৫৫ রান করে। ইনিংসটি খেলতে তিনটি ছক্কা ও চারটি চার মেরেছেন ওয়াসিম। এদিকে তাকে সঙ্গ দেয়া আসিফ শেষ পর্যন্ত ৪৮ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেছেন। পাঁচে নামা বাসিল হামিদ অপরাজিত ছিলেন ১২ রানে।
এর আগে ব্যাটিং করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৪২ রান তোলে নিউজিল্যান্ড। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেছেন মার্ক চ্যাপম্যান। এ ছাড়া ২১ রান করে এসেছে নিশান ও চাদ বাওয়েসের ব্যাট থেকে। সংযুক্ত আরব আমিরাতের হয়ে ৪ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন আয়ান আফজাল খান।