promotional_ad

বিশ্বকাপে ভালো করতে তামিমের পারফরম্যান্স গুরুত্বপূর্ণ: বাশার

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দেশে ফিরেই মিরপুরে তামিম

১২ এপ্রিল ২৫
ফাইল ছবি

চোটের কারণে এশিয়া কাপের বাংলাদেশ দলে নেই তামিম ইকবাল। চোট থেকে সেরে উঠতে পারলে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে ফিরতে পারেন বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক। ফিট থাকলে বিশ্বকাপে খেলবেন সেটাও তামিমের জন্য নিশ্চিত। বর্তমানে চোটে ভুগলেও ফিট তামিমকে বিশ্বকাপে চান হাবিবুল বাশার সুমন। বাংলাদেশের এই নির্বাচক মনে করেন, বিশ্বকাপে ভালো করতে তামিমের পারফরম্যান্স গুরুত্বপূর্ণ।


লন্ডন থেকে চিকিৎসা নিয়ে ৩১ জুলাই দেশে ফিরেছেন তামিম। বাঁহাতি এই ওপেনারের ফেরার লড়াই শুরু অবশ্য ২৮ জুলাই থেকেই। ইনজেকশন নেয়ার পর প্রথম দুই সপ্তাহ তাকে পুরোপুরি বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক। পুনর্বাসনের অংশ হিসেবে ৯ আগষ্ট থেকে জিম ও ফিটনেসের কাজ শুরু করেন তিনি।


promotional_ad

বিসিবির ক্রিকেটে অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের দেয়া তথ্য মতে ২১ আগষ্ট থেকে নেটে ব্যাটিং করার কথা আছে তামিমের। ফলে ক্রিকেট ফেরার জন্য সঠিক পথেই আছেন তিনি। বাশার মনে করেন, তামিম যেভাবে পরিশ্রম করছে তাতে করে নির্ধারিত সময়ের আগেই ফিরবেন তামিম।


আরো পড়ুন

বাংলাদেশের সঙ্গে বাড়তি চাপে থাকে ভারত, দাবি বাশারের

৯ ফেব্রুয়ারি ২৫
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন হাবিবুল বাশার, ক্রিকফ্রেঞ্জি

নিউজিল্যান্ড সিরিজে তাকে পেতেও বেশ আশাবাদী বিসিবির এই নির্বাচক। শুধু তাই নয় তামিমের মতো অভিজ্ঞ একজনকে যে বিশ্বকাপে বাংলাদেশ খুবই দরকার সেটাও মনে করিয়েছেন বাশার। বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার ক্ষেত্রে তার পারফরম্যান্স গুরুত্বপূর্ণ হবে বলে জানান তিনি।


গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাশার বলেন, ‘সে (তামিম) কঠোর পরিশ্রম করছে, অনেক চেষ্টা করছে ফিরে আসার জন্য। আমার মনে হয় সময়ের আগেই ফিরে আসবে। আমি আত্মবিশ্বাসী যে নিউজিল্যান্ড সিরিজেই হয়ত ওকে আমরা পাব। কারণ বিশ্বকাপের জন্য তামিমকে আমাদের ভীষণ দরকার। তামিমের অভিজ্ঞতা, পারফরম্যান্স আমাদের ভালো করার জন্য অনেক দরকার। তামিম যেভাবে পরিশ্রম করছে, যেভাবে সময় দিচ্ছে আমার মনে হয় সে সময়ের আগেই ফিরে আসতে পারবে।’


আগামী অক্টোবরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে এবারের ওয়ানডে বিশ্বকাপে। এখনও হাতে দেড় মাসের বেশি সময় বাকি আছে। বাশার তাই মনে করে ফিট হবে যথেষ্ট সময় আছে তামিমের হাতে। এদিকে কোমড়ের এই চোট থেকে যে পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব নয় সেটাও মনে করিয়ে দিয়েছেন বাশার। তামিম নিজেও এমনটা জানেন বলে দাবি করেছেন তিনি।


এ প্রসঙ্গে বাশার বলেন, ‘শুরু করুক (ব্যাটিং) আমাদের হাতে সময় আছে এখনও। দেখুন বিশ্বকাপ অক্টোবর মাসে তার আগে যথেষ্ট সময় পাচ্ছে। নিউজিল্যান্ড আসার আগে আমি আশাবাদী ঠিক হয়ে যাবে। হয়ত কিছুটা নিগেলস থাকবে, সেটা তামিম জানেন এবং তার ব্যাপারে তিনিই সবচেয়ে ভালো সিদ্ধান্ত নিতে পারে। যেটা বলছিলাম সুস্থ, ফিট তামিমকে আমাদের ভীষণ দরকার। কারণ তার পারফরম্যান্স খুব গুরুত্বপূর্ণ হবে বিশ্বকাপে ভালো করার ক্ষেত্রে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball